এবার পুজোটা বাঙালি দর্শকের কাছে কিন্তু একটু বেশিই স্পেশাল।কারণ, রূপোলি পর্দায় মুখোমুখি হতে চলেছেন টলিপাড়ার দুই সুপারস্টার, দেব ও প্রসেনজিৎ।মুক্তির অপেক্ষায় পরিচালক পথিকৃৎ বসুর নতুন বাংলা ছবি কাছের মানুষ।সদ্যই প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার।দেব ও প্রসেনজিৎ ছাড়াও ছবিতে অভিনয় করেছেন ইশা সাহা ও তুলিকা বসু।৩০সেপ্টেম্বর বড়পর্দায় আসছে কাছের মানুষ।
২০২২ বছরটা টলিউড প্রসেনজিতের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ।কারণ এই প্রথমবার টলিপাড়ার অন্য দুই সুপারস্টার জিৎ ও দেবের সঙ্গে জুটি বেঁধেছেন প্রিয় বুম্বাদা।এইবছর মুক্তি পাচ্ছে টলিতারকার তিন তিনটি ছবি।গত ফেব্রুয়ারিতে কাকাবাবুর প্রত্যাবর্তন ঘিরে সিনেপ্রেমীরা দারুণ আশাবাদী হলেও মুক্তির পরই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ে সৃজিতের কাকাবাবু সিরিজের তৃতীয় ছবি।প্রায় একই দশা হয়েছে আয় খুকু আয়-এরও।যদিও ছবি হিট করার মালমশলার মোটেও অভাব ছিল না।এই প্রথমবার জিতের প্রযোজনায় কাজ করেছেন প্রসেনজিৎ।পাশাপাশি ছবির প্রথম লুকেই দারুণ নজর কেড়েছিলেন তারকা।তাঁর মেয়ে খুকু-র চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ দীতিপ্রিয়া রায়।যদিও শেষ পর্যন্ত দর্শকদের মন জয় করতে ব্যর্থ হয় আয় খুকু আয়।
তবে এবার কাছের মানুষ নিয়ে আশায় বুক বাঁধছেন বুম্বাদার ভক্তরা।কারণ,ছবিতে বুম্বাদার দোসর স্বয়ং ছবির প্রযোজক দেব।এছাড়াও কাছের মানুষ-এ দুই অভিনেতা যে একদম অন্যরকম চরিত্রে ধরা দিতে চলেছেন তার হদিশ মিলেছে ট্রেলারেই।এবার পূজোয় আসছে একঝাঁক নতুন বাংলা ছবি।তবে কাছের মানুষ যে থাকবে বাঙালি সিনেপ্রেমীদের নজরে সেকথা কিন্তু বলার অপেক্ষা রাখে না।