মুম্বই : করণ জোহরের(Karan Johar) ছবি রকি অউর রানি কি প্রেম কাহানি(Rocky Aur Rani Ki Prem Kahani)-র অপেক্ষা শুরু করে দিয়েছেন সিনেপ্রেমীরা।২৮ এপ্রিল সিনেমাহলে মুক্তি পাবে রণভীর সিং ও আলিয়া ভাট(Ranveer Singh & Alia Bhatt) অভিনীত এই রোম্যান্টিক-ফ্যামিলি-ড্রামা ফিল্ম।পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন ধর্মেন্দ্র,জয়া বচ্চন,শাবানা আজমি(Dharmendra,Jaya Bachchan,Shabana Azmi) ছাড়াও আরও অনেককে। গতবছরই আমরা জানিয়েছিলাম রকি অউর রানি-র একটি গানে দেখা যাবে রণভীর ও আলিয়ার দুর্দান্ত রোম্যান্স।সুইজারল্যান্ডে সেই গানের শ্যুটিং করতে চান করণ জোহর।খবর ছিল এমনটাও।কিন্তু তারপরই আলিয়া ভাট জানান,তিনি মা হতে চলেছেন।সেই কারণেই,ছবির শ্যুটিং স্থগিত করেন করণ জোহর।পিছিয়ে দেন রকি অউর রানি কি প্রেম কাহানি-র মুক্তি।ধর্মা প্রোডাকশনস সূত্রে জানা যাচ্ছে,ইতিমধ্যেই নাকি মিটে গিয়েছে ছবির সিংহভাগ শ্যুটিং।পুরোদমে চলছে পোস্ট প্রোডাকশন।কিন্তু রণভীর-আলিয়ার সেই রোম্যান্টিক গানের শ্যুটিং নিয়েই এবার শুরু হয়েছে তোড়জোড়।
করণ ঘনিষ্ঠরা জানাচ্ছেন,আলিয়ার সদ্যজাত কন্যা রাহাকে নিয়ে সুইজারল্যান্ডে শ্যুটিং করা সম্ভব নয়।তাই ছবির রোম্যান্টিক গানের শ্যুটিং হবে কাশ্মীরে।সাদা বরফের মাঝে তিনি রণভীর-আলিয়ার রোম্যান্টিক কেমিস্ট্রি দেখাতে চান কেজো।সেটা সুইজারল্যান্ডই হোক বা কাশ্মীর কোনও বড় ব্যাপার নয়।কাশ্মীরের নৈস্বর্গিক লোকেশনে শ্যুটিং করে যশ চোপড়াকেও ট্রিবিউট দিতে চান করণ।