দুটি গল্প নিয়ে তৈরি হতে চলেছে নতুন ছবি ‘লাভ ইজ অল’। মুখ্য চরিত্রে থাকছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। পরিচালক আর ডি নাথের সঙ্গে এটি ঋতুর দ্বিতীয় কাজ। এর আগে অভিনেত্রী ‘বিউটিফুল লাইফ’ এ পরিচালকের সঙ্গে কাজ করেছেন। সম্প্রতি ছবি শুভ মহরৎ হয়েছে। এই ছবির চিত্রনাট্য অনুযায়ী, প্রেমের নতুন ব্যাখ্যা এবং সেইসঙ্গে দিশা পাওয়া যাবে। প্রেম-ভালোবাসা যে ঠিক কী, সেটা আমরা হয়তো অনেকের সারা জীবনেও বুঝে উঠতে পারি না। ভালবাসা মানে কি লাভ এন্ড হেট রিলেশনশিপ! এমনই একটি জটিল বিষয় নিয়ে তৈরি হচ্ছে এই ছবি। একটি গল্পের মধ্যে অন্য ধরনের প্রেমের কাহিনী, অন্য একটি গল্পে উঠে আসবে এক নর্তকীর জীবন। ঋতুপর্ণার কথায় এর আগে আরডি নাথের সঙ্গে ‘বিউটিফুল লাইফ’ ছবিটি একজন শিল্পীর জীবন নিয়ে। ছবিটি ছিল যথেষ্ট সংবেদনশীল। এবার শুরু হতে চলেছে নতুন ছবি ‘লাভ ইজ অল’। শীঘ্রই শুরু হবে ছবির শুটিং।
Html code here! Replace this with any non empty text and that's it.