কলকাতা: টানা ১৯ দিন ধরে ছোট পর্দার অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার পাশাপাশি যুদ্ধ চালিয়েছিল তার সবচেয়ে কাছের বন্ধু-প্রেমিক অভিনেতা সব্যসাচী চৌধুরী।
১ নভেম্বর শারীরিক অসুস্থতার খবর পেয়ে তাঁর বাড়িতে দৌড়ে গিয়েছিলেন সব্যসাচী। নিয়ে গিয়েছিলেন হাওড়ার হাসপাতালে। ক্যান্সার মুক্ত হয়েও ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী। লড়াই চালিয়ে সেখানেই শেষমেষ কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হয় ঐন্দ্রিলার। তারপর নিজের ফেসবুক অ্যাকাউন্ট ডিএক্টিভেট করে দেন বিমর্ষ সব্যসাচী। ঐন্দ্রিলার চলে যাওয়াটা মেনে নিতে পারেনি অভিনেতা। তাই নিজেকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে সরিয়ে নিয়েছিলেন। পরবর্তী সময় অবশ্য তিনি আবার সোশ্যাল মিডিয়ায় ফিরে এসেছেন।
আরোও পড়ুন: Anik Datta Hospitalized: অসুস্থ পরিচালক অনীক দত্ত আইসিইউতে ভর্তি
কিন্তু এতদিন পর আশ্চর্যের বিষয় হঠাৎ প্রয়াত ঐন্দ্রিলা শর্মার ফেসবুক অ্যাকাউন্ট সক্রিয় হয়েছে! গত নভেম্বরে ঐন্দ্রিলার মৃত্যুর পর হঠাৎ গতকাল অর্থাৎ সোমবার থেকে আচমকাই অভিনেত্রীর ফেসবুক অ্যাকাউন্ট সক্রিয়(Aindrila’s Facebook account active)। দেখা গেল ঐন্দ্রিলা ও তাঁর প্রেমিক সব্যসাচীর হাসিমুখের ছবি। তাদের দুজনের একটি ভিডিও ক্যাপশনে লেখা শুভ জন্মদিন আমার সব্য। অথচ সেদিন সব্যসাচীর জন্মদিনের তারিখ নয়; তবে হঠাৎ কেন এই ভিডিও! প্রশ্ন জেগেছে নেটিজেনদের মনে। আসলে ভিডিওটি শেয়ার করেছেন ঐন্দ্রিলার অ্যাকাউন্ট থেকে তার মা শিখা শর্মা। মায়ের কথায় এটি নাকি সব্যসাচীর গত বছরের জন্মদিনের ভিডিও। মেয়ের কথা খুব মনে পড়ছিল। তাই এই ভিডিওটি তিনি শেয়ার করেছেন। সব্যসাচীর সঙ্গে মেয়ে ঐন্দ্রিলার স্মৃতিগুলো এভাবেই মনের মধ্যে সযত্নে লালন পালন করে চলেছেন অভিনেত্রীর মা।
এদিকে বেশ কয়েক মাস পর খুব শীঘ্রই নতুন ধারা ভাইকে কাজ করতে শুরু করবেন সব্যসাচী চৌধুরী।সাধক রামপ্রসাদ হয়ে ছোট পর্দায় ফিরছেন তিনি। এদিকে ফের ক্যানসারে আক্রান্ত হয়েছেন ঐন্দ্রিলার মা। ১৩ জানুয়ারি তাঁর অপারেশন হবে। এদিকে কয়েকদিন পরে তাঁর মেয়ে ঐন্দ্রিলাকে সকলেই ভুলে যাবে এই আক্ষেপ করে শিখা দেবী কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় লেখেন, “এক সময় সবাই ভুলে যাবে আমার মানিককে। আমরা মা-বাবা শুধু সবার চেয়ে আলাদা হয়ে যাব। তোমার স্মৃতিকে আঁকড়ে ধরে রাখব ভীষণ ভাবে।”