Saturday, July 5, 2025
Homeআন্তর্জাতিকDonald Trump | আত্মসমর্পণের আগেই গ্রেফতার ডোনাল্ড ট্রাম্প

Donald Trump | আত্মসমর্পণের আগেই গ্রেফতার ডোনাল্ড ট্রাম্প

Follow Us :

নিউইয়র্ক: গ্রেফতার করা হল প্রাক্তন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump)। মঙ্গলবার রাতে নিউইউর্কের ম্যানহাটন আদালতে (Manhattan Court) আত্মসমর্পণের কথা ছিল ট্রাম্পের। কিন্তু আত্মসমর্পণের আগেই আদালতের নির্দেশে গ্রেফতার করে পুলিশ। 

২০১৬ সালে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের (Stormy Daniels) সঙ্গে ট্রাম্পের শারীরিক সম্পর্ক নিয়ে যাতে কোনও মুখ খুলতে না পারে তার জন্য ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে প্রাক্তন প্রেসিডেন্টের বিরুদ্ধে। যদিও আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের অনুগামীদের অভিযোগ, পুরোটাই রাজনৈতিক ষড়যন্ত্র। মঙ্গলবার ভারতীয় সময় রাত পৌনে ১২টা নাগাদ নিউইয়র্কের ম্যানহাটন আদালতে আত্মসমর্পণ করার কথা ছিল রিপাবলিকান নেতা ট্রাম্পের। পুলিশ সূত্রে খবর, বিচারকের নির্দেশে তাঁকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: Spider Man | Trailer | বাংলা সহ ১০টি ভাষায় ভারতে মুক্তি পাচ্ছে স্পাইডার ম্যান, প্রকাশ্যে এল ট্রেলার

এই পরিস্থিতিতে নিউইয়র্ক (New York) জুড়ে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়। তাঁকে গ্রেফতারের কারণে তাঁর অনুগামীরা প্রতিবাদের পথে হাঁটতে পারেন বলে আশঙ্কা করে আমেরিকার প্রশাসন। তাই রাতেই নিউইয়র্কের বেশকিছু জায়গায় ট্রাম্প সমর্থকদের জমায়েত করতে দেখা যায়। পাশাপাশি, ট্রাম্পের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধীরাও। অন্য দিকে, ট্রাম্পের আইনজীবী হাজিরার ভিডিয়ো প্রকাশ্য আনা নিষিদ্ধ করতে আদালতে আবেদন জানান।

এই প্রথম আমেরিকার কোনও প্রেসিডেন্টের বিরুদ্ধে অপরাধমূলক ধারায় মামলা দায়ের হল। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)-কে এ বিষয়ে প্রশ্ন করা হলে, তিনি জানান ট্রাম্পের ব্যাপারে তাঁর কিছু বলার নেই। আদালতে হাজিরা দেওয়ার জন্য সোমবার রাতেই ফ্লোরিডায় নিজের বাসস্থান থেকে নিউ ইয়র্কে পৌঁছন ডোনাল্ড ট্রাম্প। 
প্রসঙ্গত, ২০১৬ নীল ছবির তারকা অভিনেত্রী স্টর্মি ড্যানিয়েলস (Stormy Daniels) সংবাদমাধ্যমকে জানান, ২০০৬ সালে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল ট্রাম্পের। এই সংক্রান্ত তথ্য তিনি সংবাদমাধ্যমের কাছে বিক্রি করতে চান। ২০১৬ সাল ছিল আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের (President Elections) বছর এবং ট্রাম্প ছিলেন প্রার্থী। বেগতিক দেখে তাঁর আইনজীবী মাইকেল কোহেন (Michael Cohen) ড্যানিয়েলসকে মুখ বন্ধ রাখতে ১,৩০,০০০ ডলার দেন। এতে বেআইনি কিছু নেই। 

কিন্তু এই অর্থ যখন ট্রাম্প কোহেনকে ফিরিয়ে দেন তখন নথিতে সেটা দেখানো হয় আইনি ফি হিসেবে। সরকারি আইনজীবীদের দাবি, এটা ব্যবসায়িক হিসেবের খাতায় মিথ্যাচার যা নিউইয়র্কের আইনে ফৌজদারি অপরাধ। নির্বাচনী আইন ভঙ্গ হয়েছে এমন অভিযোগও আইনজীবীরা করতে পারেন। কারণ, ভোটদাতারা যাতে পর্নস্টারের সঙ্গে তাঁর সম্পর্কের কথা জানতে না পারেন, সেই কারণেই ভুয়ো রেকর্ড দেখিয়ে অর্থ দেওয়া হয়েছে। 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39