ওয়েব ডেস্ক: বিশ্বের সর্বাধিক জলবহুল দেশের তালিকায় মোটামুটি শীর্ষেই রয়েছে চীন (China)। কিন্তু চীন সরকারের বেশ কিছু জন্ম-নিয়ন্ত্রণ পলিসির (Birth Control Policy) কারণে সেদেশে কমছে জন্মহার। এই পরিস্থিতিতে দেশজুড়ে উদ্বিগ্ন বেজিং। কারণ ইতিমধ্যে জনসংখ্যা (Population) হ্রাসের জেরে প্রভাবিত হচ্ছে দেশের অর্থনীতি, কর্মসংস্থান এবং সামাজিক কাঠামো। এমন অবস্থায় জন্মহার বাড়াতে নতুন পদক্ষেপ নিতে চলেছে শি জিনপিং (Xi Jinping) সরকার। সন্তান জন্ম দিলেই এবার নতুন করে ভাতা দেওয়ার পরিকল্পনা করছে বেজিং।
সূত্রের খবর, সন্তান জন্ম দিতে দম্পতিদের উৎসাহিত করতে অর্থনৈতিক সহায়তার ঘোষণা করেছে চীন প্রশাসন। ২০২৪ সালের ১ জানুয়ারি বা তার পরে জন্ম নেওয়া প্রত্যেক শিশু এই নতুন প্রকল্পের আওতায় আসবে বলে জানা গিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, একটি শিশুর জন্য বছরে ৩৬০০ ইউয়ান, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৪৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। শিশুর বয়স তিন বছর না হওয়া পর্যন্ত এই অনুদান পাবেন অভিভাবকরা।
আরও পড়ুন: প্রবল গরমে পুড়ছে ইউরোপ! দেশে দেশে তীব্র তাপপ্রবাহের বলি ৮
প্রশাসনের বক্তব্য, সন্তান পালন সংক্রান্ত আর্থিক চাপ কিছুটা লাঘব করতেই এই পরিকল্পনা করছে বেজিং। একই সঙ্গে নতুন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে সমাজকে উৎসাহিত করাই সরকারের মূল উদ্দেশ্য। কারণ বর্তমানে চীনের জনসংখ্যা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। পরিসংখ্যান বলছে, বর্তমান জন্মহারের হার একই রকম থাকলে ২০৫০ সালের মধ্যে চীনের জনসংখ্যা কমে গিয়ে দাঁড়াবে ১৩০ কোটিতে। তাই আগেভাগে সতর্কতামূলক পদক্ষেপ নিতে চলেছে জিনপিং সরকার।
প্রসঙ্গত, চীনে তরুণ জনগোষ্ঠীর সংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে। যার পরোক্ষ প্রভাব পড়ছে উৎপাদনশীলতা এবং অর্থনৈতিক বৃদ্ধির গতিতে। এই অবস্থায় জনসংখ্যা বৃদ্ধি করতে শুধু বিবাহিত যুগল নয়, একক মানুষদেরও সন্তান নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। প্রয়োজনীয় নথিপত্র রেজিস্ট্রেশন করে সন্তান দত্তক নেওয়ার সুযোগ রয়েছে তাঁদের জন্যও।
দেখুন আরও খবর: