Saturday, July 5, 2025
HomeScrollদশ মিনিটেই গন্তব্যে, দুবাইয়ের আকাশে উড়ন্ত ট্যাক্সি
Air Taxi

দশ মিনিটেই গন্তব্যে, দুবাইয়ের আকাশে উড়ন্ত ট্যাক্সি

পরিবহণ ব্যবস্থায় নতুন মাত্রা এনে দেবে এই এয়ার ট্যাক্সি

Follow Us :

ওয়েবডেস্ক- অত্যাধুনিক ঝাঁ চকচকে শহর দুবাইয়ের (Dubai) কথা কারুর অজানা নয়। আকাশচুম্বী বহুতল যেন নীল আকাশের সঙ্গে মিশেছে। চারদিকে বৈভব, প্রাচুর্য্যের ছড়াছড়ি। আধুনিক স্থাপত্য, বিলাসবহুল জীবনযাত্রা, এবং উন্নত প্রযুক্তির জন্য পরিচিত। সেই প্রযুক্তি যোগ হতে চলেছে এয়ার ট্যাক্সি (Air Taxi) বা উড়ন্ত ট্যাক্সি। যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করতে দুবাই সরকার (Dubai Government) সম্প্রতি এই ঘোষণা করেছে। এর ফলে যাত্রীরা সড়কপথের দীর্ঘ যানজট এড়িয়ে সরাসরি আকাশপথে গন্তব্যে পৌঁছাতে পারবেন।

কী থাকছে এই এয়ার ট্যাক্সিতে:

দুইজন যাত্রীর জন্য আসন, সঙ্গে একজন পাইলট (প্রাথমিকভাবে)। ভবিষ্যতে এটি স্বয়ংক্রিয়ভাবে চালিত হতে পারে। ইলেকট্রিক প্রযুক্তিনির্ভর, ফলে পরিবেশ দূষণ একেবারেই থাকবে না।

উড্ডয়ন ও অবতরণের জন্য নির্ধারিত ভার্টিপোর্ট (Vertiport) তৈরি করা হচ্ছে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় যেমন: ডাউনটাউন, দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, পাম জুমেইরা ইত্যাদি।

প্রতি ফ্লাইটে ১০ থেকে ২০ মিনিটের মধ্যেই গন্তব্যে পৌঁছানো যাবে, যা সাধারণ রাস্তায় এক ঘণ্টা পর্যন্ত সময় নিতে পারে।

কবে থেকে শুরু হতে পারে?

উল্লেখযোগ্য অগ্রগতি ইতিমধ্যেই হয়েছে। ২০২৬ সালের মধ্যেই প্রথম পর্যায়ে এই পরিষেবা চালু করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

কারা পরিচালনা করছে?

দুবাই রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি (RTA) এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য বিশ্বের শীর্ষস্থানীয় এয়ার ট্যাক্সি কোম্পানি Joby Aviation এবং Skyports Infrastructure-এর সঙ্গে অংশীদারিত্ব করেছে।

এই পদক্ষেপটি বিশ্বের অন্যতম ব্যস্ত শহর দুবাইকে আরও স্মার্ট এবং প্রযুক্তিনির্ভর নগরীতে পরিণত করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

দেখুন আরও খবর-

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39