কলকাতা: ইজরায়েলের (Israel) উত্তরাংশে এক সেনাঘাঁটিতে ভয়াবহ ড্রোন আক্রমণ করল লেবাননের হিজবুল্লাহ (Hezbollah)। ইজরায়েল প্রতিরক্ষা বাহিনী অর্থাৎ আইডিএফ (IDF) জানিয়েছে, এই হামলায় তাদের চারজন সৈনিকের মৃত্যু হয়েছে এবং ৫৮ জন আহত হয়েছে। সাতজন সৈনিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে আইডিএফ। এই হামলা বিনইয়ামিনা শহর সংলগ্ন এক সেনাঘাঁটিতে হয়েছে বলে জানা গিয়েছে।
ড্রোন হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ। তারা জানিয়েছে, তাদের নিশানা ছিল তেল আভিভ এবং হাফিয়ার মধ্যবর্তী আইডিএফের গোলানি ব্রিগেডের ট্রেনিং ক্যাম্প। গত বৃহস্পতিবার দক্ষিণ লেবানন এবং বেইরুটে ইজরায়েলি হামলার জবাব হিসেবেই এই ড্রোন আক্রমণ বলে জানিয়েছে হিজবুল্লাহ।
আরও পড়ুন: পরমাণু অস্ত্র তৈরি ইরানের? জল্পনা তুঙ্গে
শেষ একবছরে এটাই ইজরায়েলি ভূখণ্ডে সবথেকে বড় হামলা। সে দেশের অ্যাম্বুল্যান্স পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম প্রাথমিকভাবে জানিয়েছিল, আহত হয়েছেন ৬১ জন। এঁদের মধ্যে ৩৭ জনকে অ্যাম্বুল্যান্স কিংবা হেলিকপ্টারে করে আটটি আঞ্চলিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আইডিএফ মৃত্যুর খবর নিশ্চিত করার আগে অ্যাডম জানায়, তিনজনের অবস্থা আশঙ্কাজনক, ১৮ জনের আঘাত মাঝারি, অল্প চোট ৩১ জনের এবং ন’জন উদ্বেগের শিকার। আইডিএফ এবং অ্যাডমের পরিসংখ্যানে তফাত হওয়ার কারণ এখনও স্পষ্ট নয়।