কলকাতা: ফের রাতের শহরে ভয়াবহ পথ দুর্ঘটনা (Road Accident)। দুরন্ত গতিতে ছুটে আসা একটি এসইভি (SUV) ধাক্কা মারে সিগন্যালে দাঁড়িয়ে থাকা বাইক ও ডাম্পারে।মৃত্যু (Death) হয় এক মহিলা সহ তিন জনের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও দুই। রবিবার ভোররাতে ভিআইপি রোডের দমদম পার্কের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, রবিবার রাত দেড়টা নাগাদ দমদম পার্ক (Dumdum Park) মোড়ে ট্রাফিক সিগন্যালের লাল আলো দেখে থামে একটি লরি। সেই সময়ই পিছন থেকে অত্যন্ত দ্রুত গতিতে আসছিল একটি এসইভি গাড়ি। বেপরোয়া গতিতে থাকা ওই চারচাকাটি প্রথমে একটি বাইকে ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পড়েন বাইকআরোহী। তারপরই গাড়িটি দাঁড়িয়ে থাকা ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা মারে। যার জেরে চারচাকার সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। সামনের কাচ ভেঙে ছড়িয়ে পড়ে। বনেটের উপর ছিটকে পড়েন সামনের আসনে বসা মহিলা ও গাড়ির চালক। পুলিশ সূত্রে খবর, গাড়িতে একজন মহিলা সহ ৫ জন ছিলেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। বাকিদের আশঙ্কাজনক অবস্থায় আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আরও দুজনের মৃত্যু হয়। দুজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
আরও পড়ুন:Bagnan Fire | বাগনানের বন্ধ প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন
পুলিশ জানিয়েছে, বাইকআরোহীর নাম রোহিত কুমার। তিনি আদতে বিহারের বাসিন্দা। তবে কর্মসূত্রে বর্তমানে নিউটাউনে থাকেন তিনি। মৃত মহিলার নাম পূজা সিং। তিনি কলগার্ল হিসাবে কাজ করতে বলে জানা গিয়েছে। বাকি দুই মৃত রাকেশ মল্লিক ও কুন্দন মল্লিক হাওড়ার বাসিন্দা। এদিকে দুর্ঘটনার পর থেকে লরিটির আর কোনও খোঁজ মেলেনি। ঘটনার তদন্তে নেমেছে লেকটাউন থানার পুলিশ। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা শুরু করেছে লেকটাউন থানার পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে রাস্তায় লাগানো সমস্ত সিসিটিভি ফুটেজ। রাস্তায় বসানো স্পিড মিটারগুলি পরীক্ষা করে এই গাড়ির গতিবেগ কত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘাতক গাড়ির মধ্যে থাকা ব্যক্তিরা সকলেই মদ্য়প ছিলেন। গাড়ির মধ্যে থেকে উদ্ধার হয়েছে খাবার।
কিছুদিনে আগেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে চিংড়িঘাটায় (Chingrighata Road Accident)। গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে একটি বেসরকারি ম্যানেজমেন্ট কলেজের বাস। ঘটনায় আহত হন নয়জন। রাত সোওয়া তিনটে নাগাদ চিংড়িঘাটা মোড়ের কাছে ঘটে দুর্ঘটনাটি। ঘটনাস্থলে পৌছায় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। বাসের খালাসিকে আহত অবস্থায় পুলিশ উদ্ধার করে। তীব্রতায় ভলভো বাসটি সামনের অংশ একেবারে তুবড়ে যায়। দুর্ঘটনার কারণ জানতে বাসটিকে পরীক্ষা করেন তদন্তকারীরা।