Saturday, July 5, 2025
Homeকলকাতাযাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের ISRO-র প্রতিনিধিদল

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের ISRO-র প্রতিনিধিদল

Follow Us :

কলকাতা: মঙ্গলবারের পর বুধবার, ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) ইসরোর (ISRO) প্রতিনিধিদল। মূলত ব়্যাগিং রুখতে কী ধরনের প্রযুক্তি ব্যবহার করা যায় সেটা খতিয়ে দেখেন প্রতিনিধিরা। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চত্বর, হস্টেলে নজরদারিতে কী কী পদক্ষেপ করা যায়, তাও দেখছেন বিজ্ঞানীরা।

এদিন ইসরোর টিমের সঙ্গে ছিলেন যাদবপুরের উপাচার্য, সহ উপচার্যও।বুধবারও ক্যাম্পাসের বিভিন্ন অংশ ঘুরে দেখেন সেই দলের সদস্যেরা। এদিন প্রথমে মহিলা হস্টেল ও নিউ বয়েজ হস্টেল ঘুরে দেখেন তাঁরা। ক্যাম্পাসের বিভিন্ন জায়গার পরিদর্শন করেন ও ছবি তোলেন৷ আধিকারিকদের সঙ্গে কথা বলে বিভিন্ন নোটও নেন। মেইন হস্টেলও ঘুরে দেখেন ইসরোর প্রতিনিধিরা। হস্টেলের এ টু ব্লক ও তার পাশাপাশি ঘটনাস্থল হস্টেল চত্বর খতিয়ে দেখা হয়।

আরও পড়ুন: মণিপুরে যাওয়া এডিটর্স গিল্ডের তথ্যানুসন্ধানী দলকে রক্ষাকবচ সুপ্রিম কোর্টের 

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকে আরও জোরদার করতে উন্নত প্রযুক্তি ব্যবহার করার পরিকল্পনাও রয়েছে। বিশ্ববিদ্যালয়ের কোন কোন গেটে বসতে পারে উন্নত প্রযুক্তির সিসিটিভি ক্যামেরা, সেই সমস্ত বিষয়গুলিও খতিয়ে দেখেন বিজ্ঞানীরা। মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই (AI) এবং রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন বা আরএফডিআই (RFDI)কে  নিরাপত্তার কাজ লাগতে পারে। 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39