কলকাতা : মাওবাদী নেতা প্রশান্ত বোস ওরফে কিষাণদা কে গ্রেফতার করেছে ঝাড়খণ্ড পুলিশ। তাঁর স্ত্রী শিলা মারান্ডিকেও গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সারাইকেলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
কৃষাণদা বহুদিন ধরেই অসুস্থ ছিলেন। চিকিৎসার জন্য তিনি মাঝে মধ্যেই বাইরে আসতেন। গত মাসে মাওবাদী নেতা মহারাজ প্রামাণিক আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণের আগে তাঁর সঙ্গে দলের শীর্ষ নেতৃত্বের ঝামেলা হয়। তিনি বিদ্রোহ করেন, পরে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। সূত্রের খবর, তাঁর কাছ থেকে প্রশান্ত বোসের তথ্য পেয়েছে ঝাড়খণ্ড পুলিশ।
বর্তমানে কিষাণদাও সিপিআই মাওবাদী সেকেন্ড ইন কমান্ড ছিলেন। তাঁর স্ত্রী শিলা মারান্ডি একমাত্র মহিলা সদস্য ছিলেন কেন্দ্রীয় কমিটির। ৭৫ বছর বয়সি কিষান, বর্তমানে বিহার, ঝাড়খণ্ড, বাংলা এবং উত্তরপ্রদেশের দায়িত্বে ছিলেন। কিষাণদা বেশিরভাগ সময় ঝাড়খণ্ডের সারান্ডা জঙ্গলে বসেই নিজের কার্যকলাপ চালাতেন।
আরও পড়ুন : সীমান্তে অত্যাচার চালায় বিএসএফ, জবাব দিক স্বরাষ্ট্রমন্ত্রী, সরব উদয়ন
যাদবপুরে এলাকায় তাঁর বাড়ি ছিল বলে জানা গিয়েছে। কিষাণদা বাদেও তাকে নির্ভয় কিষাণ কাজল এবং মহেশ নামেও ডাকা হত।
তাঁর স্ত্রী শিলা মারান্ডি ২০০৬ সালে ওড়িশায় গ্রেফতার হয়েছিলেন। পরে তাঁকে রউরকেল্লা জেল থেকে ছেড়ে দেওয়া হয়। ৬০ বছর বয়সি শিলা মারান্ডি পাঁচ বছর আগে ফের সিপিআই মাও ইস্ট দলে যোগ দেন। বর্তমানে একদিকে তিনি যেমন কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। পাশাপাশি তিনি দেশ জুড়ে মাওবাদীর দলের মহিলা শাখার দেখাশোনা করতেন। শিলা ঝাড়খণ্ড ধানবাদ জেলার বাসিন্দা। তাকে হেমা আসা বুধানি এবং গুড্ডি নামেও ডাকা হত দলে।