skip to content
Thursday, June 27, 2024

skip to content
HomeকলকাতাWB By Election: সকলকে ‘খামোশ’ করে আসানসোলে প্রার্থী বিহারিবাবু, বালিগঞ্জ বাবুলকে দিয়ে...

WB By Election: সকলকে ‘খামোশ’ করে আসানসোলে প্রার্থী বিহারিবাবু, বালিগঞ্জ বাবুলকে দিয়ে চমক মমতার

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: বাবুল সুপ্রিয়কে আসানসোলে ‘খামোশ’ করে দিলেন প্রবীণ অভিনেতা শত্রুঘ্ন সিনহা (Shtrughan Sinha)। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আসানসোল লোকসভার উপনির্বাচনে (Assembly By-Election) বাবুলের জায়গায় শত্রুঘ্ন সিনহাকে মনোনীত করলেন। সেই সঙ্গে এই কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সায়নী ঘোষের প্রার্থী হওয়ার জল্পনাতেও জল ঢেলে দিলেন নেত্রী। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে (Babul Supriyo) দলনেত্রী তথাকথিত ‘নিরাপদ আসন’ প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে টিকিট দিয়েছেন।

আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভা (Lok Sabha By-Election) ও বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচন রয়েছে। ভোট গণনা হবে ১৬ এপ্রিল। এই দুই উপনির্বাচনের মধ্যে গুরুত্বপূর্ণ ছিল আসানসোলে মমতা কাকে প্রার্থী করেন, তা নিয়ে। গত বিধানসভা ভোটে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী ছিলেন সায়নী ঘোষ। মাটি কামড়ে লড়াই করেও তিনি বিজেপির অগ্নিমিত্রা পলের কাছে পরাজিত হন। তারপরেও দলে তাঁকে মর্যাদা দিয়ে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। অভিষেকের ঘনিষ্ঠ অনুগামী হওয়ার কারণে অনেকেই মনে করেছিলেন, আসানসোলের অন্যতম দাবিদার হতে চলেছেন সায়নী। কিন্তু, সেই গুঞ্জনকে উড়িয়ে শত্রুঘ্নর ‘দোস্তানা’তেই আস্থা রাখলেন দলনেত্রী। বাবুলকে দিলেন প্রায় জেতা আসন সুব্রত মুখোপাধ্যায়ের বালিগঞ্জ (Ballygunge) । শুধু তাই নয়, প্রাক্তন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুলকে কলকাতার একটি গুরুত্বপূর্ণ আসন থেকে জিতিয়ে আনতে চেয়ে যুব ব্রিগেডকে আরও শক্তিশালী করতে চাইছেন মমতা।

বাবুল ও শত্রুঘ্ন দুজনেই দলবদলু তৃণমূল। রাজনৈতিক জীবনে শত্রুঘ্ন একাধিকবার দলবদল করেছেন। প্রথমে ছিলেন বিজেপি। পটনা সাহিবের প্রাক্তন এমপি শত্রুঘ্ন প্রথম ভোটে দাঁড়ান তাঁর দীর্ঘকালের বন্ধু রাজেশ খান্নার বিরুদ্ধে। হেরেও যান। লোকমুখে শোনা যায়, তারপর আর দুজনের মধ্যে কোনওদিন কথা হয়নি। এরপর তাঁর বিরুদ্ধে প্রার্থী ছিলেন আর এক অভিনেতা শেখর সুমন। অটলবিহারী বাজপেয়ি মন্ত্রিসভায় মন্ত্রীও ছিলেন শত্রুঘ্ন। বিজেপি তাঁকে টিকিট না দেওয়ায় যোগ দেন কংগ্রেসে। সেখানেও ভবিষ্যৎ খুঁজে না পেয়ে ঠাঁই নিলেন ঘাসফুল শিবিরে।

চার ভাই রাম, লক্ষ্মণ, ভরতের পর সবথেকে ছোট ভাই ‘বিহারিবাবু’ শত্রুঘ্ন যে হিন্দিভাষী অধ্যুষিত আসানসোলে আদর্শ প্রার্থী, তা প্রমাণ করে দিলেন মমতা। কারণ, বাবুল আসানসোলে জিতেছিলেন বিজেপির হয়ে। দলবদলের পর স্বাভাবিকভাবেই মানুষের মনে তাঁর প্রতি বিরূপ ধারণা হওয়ার কথা। তাছাড়া, জিতে সংসদে গেলেও বিজেপি সদস্যদের তাচ্ছিল্যের পাত্র হতে হতো বাবুলকে। তাই তাঁকে টিকিট না দিয়ে চাণক্যনীতি প্রয়োগ করলেন তৃণমূল নেত্রী। আর প্রচারের ধারে ও ভারে, হিন্দি এলাকায় শত্রুঘ্ন জনপ্রিয়তায় বেশ এগিয়ে।

 

আরও পড়ুন- Trade Union Strike: ২৮ ও ২৯ মার্চ দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক

গত বছর ৪ নভেম্বর প্রয়াত হন রাজ্যের তৎকালীন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তাঁর মৃত্যুতে বালিগঞ্জ কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। অন্যদিকে, গত ১৮ সেপ্টেম্বর বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর সাংসদ পদ থেকে ইস্তফা দেন। সে কারণে আসানসোলে উপনির্বাচন হবে।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Om Birla | Speaker | চেয়ারে বসেই কী বললেন স্পিকার? মুলতুবি হল সংসদ
00:00
Video thumbnail
Anant Maharaj | মমতার সঙ্গে দেখা, শাহর সঙ্গে বৈঠক, কী চাইছেন অনন্ত মহারাজ?
00:00
Video thumbnail
TMC Leader Arrested | জমি দুর্নীতিতে গ্রেফতার তৃণমূলেরই নেতা, মমতার ধমকেই সক্রিয় সিআইডি?
00:00
Video thumbnail
Aajke | কংগ্রেস তৃণমূল জোট ভাঙলে কাদের সবচেয়ে বেশি আনন্দ?
00:00
Video thumbnail
Fourth Pillar | সকাল বুঝিয়ে দিচ্ছে, দিন খুব খারাপ যাবে মোদি-শাহ সরকারের
00:00
Video thumbnail
বাংলা বলছে (Bangla Bolche) | স্পিকার ওম বিড়লা, তৃণমূল-কংগ্রেস-সিপিএম কীভাবে দেখছে?
00:00
Video thumbnail
পলিট্রিক্সের গ্রিনরুম (পর্ব ১১) | Mahua Moitra | মোদির ভুলেই 'মহুয়া'
00:00
Video thumbnail
Abhishek Banerjee | 'পড়ে যাবে মোদির সরকার' হিসাব দিলেন অভিষেক
08:08:01
Video thumbnail
Mamata Banerjee | মন্ত্রিসভার বৈঠকে কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের কী বললেন? দেখুন ভিডিও
04:34:25
Video thumbnail
Dev | Parliament | সংসদে দেবের শপথ কী বললেন দেখে নিন ভিডিও
04:47:51