কলকাতার নিউটাউনে এনকাউন্টার। মৃত ২ দুষ্কৃতী। জখম ১ পুলিশ কর্মী। বুধবার বিকেলে নিউটাউনের সাপুরজি আবাসনে দুষ্কৃতীদের ধরতে এসে গুলি বিনিময় হয় এসটিএফ পুলিশ আধিকারিক এবং দুষ্কৃতীদের মধ্যে। পুলিশের গুলিতে জখম হয় ২ দুষ্কৃতী। হাসপাতালে নিয়ে গেলে ২ দুষ্কৃতীকে মৃত ঘোষণা করেন হাসপাতালের চিকিৎসকরা। প্রাথমিক সূত্রে জানা যায়, দুই দুষ্কৃতী পঞ্জাবের বাসিন্দা তারা এই আবাসনে গা ঢাকা দিয়ে আছে। সূত্র মারফত খবর পেয়ে এদিন দুপুরেই হানা দেয় এসটিএফ পুলিশ আধিকারিকরা। এরপরেই দুষ্কৃতীদের তরফে গুলি চালানো হয় পাল্টা গুলি চলে পুলিশের তরফ থেকে। পুলিশের গুলিতে দুই দুষ্কৃতী মারা পড়ে। তবে এই দুই দুষ্কৃতী কি কাজে যুক্ত ছিল এবং কবে থেকে এখানে এসে গা ঢাকা দিয়েছিল সেই সমস্ত বিষয় যেমন খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি ওই দুই দুষ্কৃতীর সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তাও পুলিশ খতিয়ে দেখছে। এই মুহূর্তে পুলিশের তরফে গোটা আবাসন ঘিরে রাখা হয়েছে। বাইরের থেকে কেউ যাতে আবাসনে প্রবেশ না করতে পারে এবং ভেতরের কেউ যাতে আবাসনের বাইরে বের হতে পারে সেই কারণে ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়েছে গোটা আবাসন।
Html code here! Replace this with any non empty text and that's it.