নয়াদিল্লি: প্রেমের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল বয়ফ্রেন্ডের (Boyfreind) ১১ বছরের সন্তান। তাকেই পৃথিবীকে থেকে সরিয়ে দিয়ে পুলিশের জালে যুবতী (Youth)। ঘটনাটি দিল্লির (Delhi)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিল্লির এক মহিলা বয়ফ্রেন্ডের ১১ বছরের ছেলেকে খুন করেছে। অভিযুক্তের নাম পুজা। ঘুমন্ত অবস্থায় শিশুটিকে (Child) খুন করা হয়। বিছানার বক্সের মধ্যে শিশুটির দেহ লুকিয়ে রাখা হয়। দিল্লির বাক্কারওয়ালা থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ওই যুবতীকে। ৩০০ সিসিটিভি (CCTV) দেখে তাকে চিহ্নিত করা হয়েছে।
তদন্তে (Investigation) উঠে এসেছে, তার লিভ ইন পার্টনারকে বিয়ে করার ক্ষেত্রে ওই শিশুটিই বাধা হয়ে দাঁড়াচ্ছিল। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযুক্তর নাম পুজা কুমারী (Pooja Kumari)। বয়ফ্রেন্ডের বাড়িতে থাকার সময় এই ঘটনা ঘটেছে। দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ (Delhi Police Crime Branch) ১৩ অগাস্ট পূজাকে গ্রেফতার (Arrest) করেছে। অভিযুক্ত লুকিয়ে বেড়াচ্ছিল। পুলিশের চোখকে ধূলো দিচ্ছিল সে। জেরায় পুজা তার অভিযোগ স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। পুজা ও জিতেন্দ্র ২০১৯ সালে লিভ ইন সম্পর্কে জড়ায়। তিন বছর পুজার সঙ্গে থাকার পর জিতেন্দ্র তার ছেলে ও স্ত্রীর কাছে ফিরে আসে। পুজা এটা ভেবেছিল ওই শিশুটির জন্য জিতেন্দ্র তার স্ত্রীকে ডিভোর্স দিতে পারছে না।
আরও পড়ুন: আর্থিক তছরুপের মামলায় বড় স্বস্তি জ্যাকলিনের
জিতেন্দ্র আগে থেকেই বিবাহিত (Married)। তার একটা ছেলে রয়েছে। স্ত্রীর সঙ্গে ডিভোর্সের পর কোর্টে গিয়ে বিয়ে করবে বলেছিল বলে পুজার দাবি। একটি ভাড়া বাড়িতে জিতেন্দ্র ও পুজা থাকতে শুরু করে। স্ত্রীর সঙ্গে ডিভোর্সের বিষয় নিয়ে জিতেন্দ্র ও পুজার ঝামেলা শুরু হয়। পরে জিতেন্দ্র জানায় সে স্ত্রীর সঙ্গে ডিভোর্স করতে পারবে না। পুলিশ সূত্রে এমনটা জানা গিয়েছে। এক কমন ফ্রেন্ডের মাধ্যমে ১০ অগাস্ট পুজা ইন্দ্রপুরীতে জিতেন্দ্রর বাড়িতে পৌঁছয়। বাড়িতে পৌঁছে দেখে দরজা খোলা। শিশুটি ঘুমোচ্ছে। রাগ থেকে শ্বাসরোধ করে শিশুটিকে মেরে ফেলে সে। এরপর খাটের নীচে বক্স থেকে কাপড় বের করে তাতে জড়িয়ে বক্সের মধ্যেই দেহটি রেখে দেয়। ১০ অগাস্ট পুলিশ তথ্য পায় যে, হাসপাতালে এক শিশুকে মৃত অবস্থায় আনা হয়েছে। তার গলায় দাগ রয়েছে। যাতে বলা হচ্ছে শিশুটিকে শ্বাসরোধ করা হয়েছে।
খুনের অভিযোগ দায়ের করে পুলিশ ঘটনাস্থলের কাছে অন্তত ৩০০ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে। এরপরই দেখা যায় একটি ফুটেজে এক মহিলা জিতেন্দ্রর বাড়িতে পৌঁছচ্ছে। পরে জানা যায় সে হল পুজা। এরপরই পুজার বিরুদ্ধে তল্লাশি শুরু হয়। এরপর পশ্চিম দিল্লির বাক্কারওয়ালা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় রবিবার। পুলিশের দাবি অনুযায়ী, ২০১৯ সালের অক্টোবরে আর্য সমাজ মন্দিরে পুজা ও জিতেন্দ্র বিয়ে করে। কিন্তু কোর্টের বিয়ে হয়নি। কারণ জিতেন্দ্র তার স্ত্রীকে ডিভোর্স দেয়নি। জিতেন্দ্র পুজাকে প্রতিশ্রুতি দিয়েছিল সে স্ত্রীকে ডিভোর্স দেবে।