হাটাই: ২৮ হাজার মৃত্যু, ৬ হাজার বাড়ি ধূলিসাৎ। তার মধ্যেও ফের প্রাণের সন্ধান। তাও ভূমিকম্পের ১২৮ ঘণ্টা পর। এমনই আশ্চর্যের থেকে আশ্চর্যজনক ঘটনা ঘটল তুরস্কের (Turkey) মাটিতে। দু’মাসের একটি শিশুকে প্রায় ৭ দিন পর ধ্বংসস্তূপের (Rubble) ভিতর থেকে উদ্ধার করার সময়টিতে উপস্থিত কারও চোখের জল বাঁধ মানেনি। আনন্দে-উল্লাসে ঘরহারা মানুষরাও কেউ লাফিয়ে উঠেছেন, কেউ চিৎকার করে তালি বাজিয়েছেন।
ভূমিকম্পের পাঁচদিন পরেও জীবন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে, ২ বছরের এক শিশুকন্যা, প্রসূতি এক মহিলা ও ৭০ বছরের এক বৃদ্ধাকে। কিন্তু, ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে এক ভারতীয়র মৃত্যু হয়। শনিবার তাঁর দেহ উদ্ধার হয়। ওই ব্যক্তির নাম বিজয় কুমার (Vijay Kumar) । তিনি উত্তরাখণ্ডের (Uttarakhand) পাউরি গাড়োয়াল জেলার (Paurigarhwal) কোটদ্বার (Kotdwar) এলাকার বাসিন্দা। তুরস্কের দক্ষিণাঞ্চলে মালোটিয়া (Malatya) এলাকায় একটি হোটেলের (Hotel) ধ্বংসস্তূপ থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে।
আরও পড়ুন: International Mother Language Day: বাংলাদেশের কাব্য-সাহিত্যে অমর একুশে, সচেতনতার অমর দলিল
তিনি ব্যবসার কাজে তুরস্কে গিয়েছিলেন। বেঙ্গালুরুর (Bangalore) একটি কোম্পানিতে কাজ করতেন। সোমবার ভূমিকম্পের (Earthquake) পর থেকে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। তুরস্কে অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে তাঁর দেহ ভারতে নিয়ে আসার ব্যাপারে সব রকম সাহায্য করা হবে বলে জানানো হয়েছে।