থানে: বীর সাভারকর (V D Savarkar) সম্পর্কে ‘অবমাননাকর’ মন্তব্যের জন্য কংগ্রেস (Congress) নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিরুদ্ধে মানহানির মামলা করা হল। মহারাষ্ট্রের একনাথ শিণ্ডে পন্থী (Maharashtra Chief Minister Eknath Shinde) শিবসেনা নেতা বন্দনা ডোংরে শুক্রবার থানেতে মানহানির মামলা করেছেন।
থানে নগর থানায় বৃহস্পতিবার এফআইআর করেছেন বন্দনা। সরকারি সূত্র জানিয়েছে, স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকর সম্পর্কে অমর্যাদাসূচক মন্তব্য করেছেন কংগ্রেস সাংসদ। অভিযোগে বলা হয়েছে, রাহুল গান্ধী সাভারকর প্রসঙ্গে অসম্মানসূচক মন্তব্য করে দেশের মানুষের ভাবাবেগে আঘাত করেছেন।
আরও পড়ুন: Jairam Ramesh: কলকাতা টিভির মুখোমুখি কংগ্রেস নেতা জয়রাম রমেশ, কী বললেন দেখে নিন
প্রসঙ্গত, রাহুল এখন ভারত জোড়ো যাত্রায় (Bharat Jodo Yatra) মহারাষ্ট্রে রয়েছেন। আকোলা জেলার ওয়াড়েগাঁওয়ে বৃহস্পতিবার তিনি এক সাংবাদিক সম্মেলনে বলেন, সাভারকর ব্রিটিশ শাসকদের সাহায্য করেছিলেন। আন্দামান সেলুলার জেল থেকে তিনি প্রাণভয়ে ব্রিটিশদের কাছে ক্ষমাপ্রার্থনা করে চিঠি লিখেছিলেন। আসলে তিনি মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু সহ অন্যান্য স্বাধীনতা সংগ্রামীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন বলে মন্তব্য করেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি।
এর দুদিন আগেই সাভারকরকে রাহুল বিজেপি এবং আরএসএসের আদর্শ বলে মন্তব্য করেন। তিনি আন্দামানে দু-তিন বছর থাকার পরেই ক্ষমাপত্র লিখতে শুরু করেছিলেন। যে চিঠিগুলিতে সাভারকর নিজেকে ব্রিটিশ শাসকদের কাছে ‘দাস’ বলে উল্লেখ করেছেন। রাহুল গান্ধীর এই মন্তব্য নিয়েই রাজনৈতিক মহলে আলোড়ন পড়ে গিয়েছে।
বিজেপি এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে গোষ্ঠীর বালাসাহেবাঞ্চি শিবসেনা রাহুলের বিরুদ্ধে প্রতিবাদ দেখাচ্ছে। যাকে কেন্দ্র করে ভারত জোড়ো যাত্রার মধ্যে রাহুল গান্ধীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। মহারাষ্ট্রে উদ্ধব গোষ্ঠীর শিবসেনা, এনসিপি এবং কংগ্রেসের মহাবিকাশ আঘাড়ি জোট রাহুলের এহেন মন্তব্য নিয়ে অস্বস্তিতে পড়েছে। উদ্ধব গোষ্ঠী তো সরাসরি সাভারকরকে নিয়ে এহেন মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে।