কলকাতা টিভি ওয়েব ডেস্ক: ৭৭ পাতার সুইসাইড নোট। এক অবিশ্বাস্য জীবন যন্ত্রণার কাহিনি। ‘আত্মনির্ভর’ ভারতের কর্মহীন ২৫ বছরের এক যুবক তাঁর মাকে খুন করে আত্মহত্যা করলেন। রাজধানী দিল্লির রোহিনী এলাকায় রবিবার রাতে এই ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবক তাঁর মাকে খুন করেন ২-৩ দিন আগেই। মায়ের মৃতদেহ বাড়ির বাথরুম থেকে উদ্ধার করা হয়েছে। রবিবার রাতে ওই যুবক ছুরি দিয়ে আত্মহত্যা করেন।
রবিবার রাত ৮টা নাগাদ পুলিশ কন্ট্রোল রুমে একটি ফোন আসে। তাতে কেউ প্রথম খবরটি দেন। পুলিশ জানতে পারে ওই বাড়ি থেকে প্রচণ্ড দুর্গন্ধ ভেসে আসছে। তড়িঘড়ি পুলিশ সেখানে পৌঁছে দেখে ভিতর থেকে দরজা বন্ধ। তখন তারা বারান্দা দিয়ে উঠে দরজা ভেঙে ঘরে ঢোকে। রোহিনী পুলিশের ডিএসপি প্রণব তায়াল জানান, বাথরুম থেকে পচাগলা মায়ের দেহ উদ্ধার করা হয়। অন্য ঘর থেকে রক্তাক্ত অবস্থায় ক্ষিতীজ নামে ওই যুবকের দেহ পায় পুলিশ।
আরও পড়ুন: Jharkhand Trust Vote: ঝাড়খণ্ডে আস্থা ভোটে জয়ী হেমন্ত সোরেন, বিজেপিকে তুলোধনা
বাড়ি থেকেই ৭৭ পাতার সুইসাইড নোট পাওয়া যায়। তাতে তাঁদের জীবনের বিস্তারিত ঘটনা লেখা ছিল। যুবক ওই নোটে লিখেছে, চাকরি না পাওয়ায় তিনি অবসাদে ভুগছিলেন। তার জন্যই এই পথ বেছে নিয়েছেন। গত বৃহস্পতিবার তিনি তাঁর মাকে খুন করেন। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। অপরাধ দমন বিভাগ ও ফরেন্সিক দল গিয়েছে। তবে এর মধ্যে কোনও সন্দেহজনক কিছু এখনও পাওয়া যায়নি বলে ডিসিপি জানিয়েছেন।