৪ ডিসেম্বর দিল্লি পুরসভার (Delhi Municipal Election) নির্বাচন। পুরসভা ভোটে ২৫০টি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করবে আম আদমি পার্টি। পুরসভা ভোটে আম আদমি পার্টি (Aam Aadmi Party) জোরকদমে প্রচারে নেমেছে। এদিকে পুরসভা নির্বাচনে আপের ঘোষিত প্রার্থী তালিকাকে ঘিরে দলে ভিতরে গোলমাল শুরু হয়েছে।
টিকিট না পেয়ে ক্ষুব্ধ আপের এক কাউন্সিলর বিদ্যুতের টাওয়ারে (Tower) উঠে পড়েছে। এই ঘটনার ভিডিয়ো ভাইরাল (VDO Viral) হওয়ার পরে ছড়িয়েছে চাঞ্চল্য। প্রার্থী তালিকাকে ঘিরে দলের মধ্যে অন্তর্বিরোধ প্রকাশ্য এসেছে।
আরও পড়ুন: Dog Bite: কুকুরে কামড়ালে মালিকের জরিমানা ১০ হাজার! কোথাকার আইন জানুন
বিদ্যুতের টাওয়ারে উঠে পড়া ওই কাউন্সিলরের নাম হাসিব উল হাসান। সূত্রের খবর, আপ (AAP) এবার হাসিব উল হাসানকে টিকিট না দেওয়াতে তিনি অভিনবভাবে প্রতিবাদ জানিয়েছেন। হাসিব বলেছেন, যাতে তিনি নির্দল প্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করতে না পারেন এজন্য যে নথি দাখিল করত হবে সেসবও তাঁর কাছ থেকে কেড়ে নিয়েছে দল।
আম আদমি পার্টির নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা (leader) বলেছেন, প্রার্থী তালিকায় তাঁদেরই নাম রয়েছে ওয়ার্ডগুলির বাসিন্দাদের সঙ্গে যাঁদের সম্পর্ক ভালো। তবে হাসিব উল হাসানের টিকিট না পেয়ে বিদ্যুতের টাওয়ারে উঠে পড়ে অভিনব প্রতিবাদ সম্পর্কে আপ নেতৃত্বে কোনও মন্তব্য করেনি।
শনিবার বিজেপি দিল্লি পুরসভা নির্বাচনের ২৩২জন প্রার্থীর একটি তালিকা প্রকাশ করেছে। কংগ্রেসের প্রার্থী তালিকা এখনও প্রকাশিত হয়নি।