নয়া দিল্লি: খাঁটির (Pure) টানে নকলে (Fake) গুলিয়ে যাবেন না। শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি। ধনতেরাস (Dhanteras) পার হয়েছে। কিন্তু, সপ্তাহ দুয়েক পরেই ফের শুরু হবে বিয়ের মরশুম। তার তক্ষণই চাহিদা বাড়বে হলুদ ধাতুর (Yellow Metal)। যাঁরা সোনা (Gold) কেনার বিষয়ে ওয়াকিবহাল তাঁরা এখন ঠকে যাবার ভয়ে হলমার্ক (Hallmark) ছাড়া গয়না কেনেন না। কিন্তু, ব্যবসায়ীদের একটি বক্তব্য চিন্তা বাড়াল। হলমার্কও না কি ভুয়ো তৈরি করা হচ্ছে অনেক জায়গায়। আর যা দেশের বাজার ছেয়ে ফেলেছে। দেশের স্বর্ণ ব্যবসায়ীদের একাংশ জানিয়েছেন, ভুয়ো হলমার্কে ছেয়ে গিয়েছে ভারতের বাজার। চোরাই (Smuggled Gold) সোনার গয়না ভারতের বাজারে (Indian Market) আসছে। তা গয়না তৈরি করে ভুয়ো হলমার্কের ছাপ দিয়ে বিক্রি করা হচ্ছে। বাজারের (Market) তুলনায় কম দামে তা বিক্রি করা হচ্ছে। সবচেয়ে বড় বিষয় হল, যার জেরে বড় অঙ্কের করের টাকা থেকে ঘুরপথে বঞ্চিত হচ্ছে ভারত সরকার।
ভারতের বাজার বিশ্বের দ্বিতীয় সোনার বাজার (Gold Market)। ভারত সরকার সোনা আমদানিতে কর বাড়িয়েছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে অসাধু ব্যসায়ীরা বেশি পরিমাণে চোরাই সোনা দেশের বাজারে নিয়ে এসে কম দামে গয়না বিক্রি করছে। উল্লেখ্য, ২০২১ সালে জুন মাসে ভারতে হলমার্ক ছাপ দিয়ে সোনা বিক্রি করা বাধ্যতামূলক করা হয়েছে।
আরও পড়ুন: Rahul Gandhi: রাহুল নিজেই বহুবার নিরাপত্তা বলয় ভেঙেছেন, জবাব সিআরপিএফের
ব্যবসায়ীদের একটি সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতে সোনা ও রূপো হলমার্ক করে বিক্রি করা হয়। দেখা যাচ্ছে, ভুয়ো হলমার্ক চিহ্ন দেখিয়ে বিক্রি হচ্ছে সোনা। যাতে প্রতারিত হচ্ছেন গ্রাহকরা। তা বাজারদরের তুলনায় কিছুটা কম দামে বিক্রি করা হচ্ছে। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড হলমার্ক সেন্টারের স্বীকৃতি দেয়। সেই সন্টারগুলি থেকে থেকে সোনার গয়নায় হলমার্ক করা হয়। হলমার্কে সোনার বিশুদ্ধতার প্রমাণ থাকে।