দিল্লি: ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) একহাত নিলেন বিশ্বকাপ জয়ী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তাঁর কোচিং-এ খুশি নন গম্ভীর। এবারে সেটা প্রকাশ্যে বলেও ফেললেন। তিনি বলেন, ‘একজন কোচের দায়িত্ব শুধু থ্রো ডাউন দেওয়া নয়। কোনও ক্রিকেটার বিপথে চলে গেলে তাঁকে সঠিক পথে আনাও একজন কোচের কাজ।’
পৃথ্বী শাহ প্রসঙ্গে গৌতম গম্ভীর (Gautam Gambhir) বলেন, ‘পৃথ্বী শাহ একজন দারুণ প্রতিভাবান ক্রিকেটার। তাঁর ক্রিকেটীয় কেরিয়ার এভাবে শেষ করে দেওয়া উচিত নয়। বরং ও ভুল করলে সেটা শুধরে দেওয়ার দায়িত্ব নির্বাচক ও কোচের। কিন্তু সেটা হচ্ছে না। বরং তাঁকে আরও অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এভাবে সমস্যা সমাধান হবে না। আমি তো ভেবেই উঠতে পারছি না যে, কোচ রাহুল দ্রাবিড়ই বা কি করছেন? তাঁর কাজ কি শুধুই থ্রো ডাউন দেওয়া? অনূর্ধ্ব-১৯ পর্যায় থেকে রাহুল দ্রাবিড় পৃথ্বীকে চেনেন। তবু এমন একজন প্রতিভাবান ক্রিকেটারকে সঠিক পথে ফেরানোর কোনও উদ্যোগই তিনি নিচ্ছেন না। এটা খুবই দুর্ভাগ্যজনক।‘
সূত্রের খবর, রাহুল দ্রাবিড়ের কোচিং-এ খুশি নন বিসিসিআই শীর্ষকর্তারাও। ২০২৪ টি২০ বিশ্বকাপে তিনি আদৌ ভারতের কোচ থাকবেন কিনা সেটা নিয়ে জল্পনা তুঙ্গে।গত এশিয়া কাপ এবং টি২০ বিশ্বকাপে ভারতের পারফরম্যান্স আশানুরূপ নয়। তাই আসন্ন ওয়ান ডে বিশ্বকাপ অ্যাসিড টেস্ট হতে চলেছে রাহুল দ্রাবিড়ের জন্য।
আরও পড়ুন: World Cup-Team India: আগামী বিশ্বকাপের জন্য ভারতীয় দলের সম্ভাব্য সংক্ষিপ্ত তালিকা
উল্লেখ্য, বিশ্বকাপের (World Cup) কথা মাথায় রেখে ২০ জন ক্রিকেটারদের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করতে চলেছে বিসিসিআই (BCCI)। কারা কারা থাকতে পারেন এই তালিকায়? বিশ্বস্থ সূত্র থেকে যে ক্রিকেটাদের নাম উঠে আসছে তার তালিকা তুলে ধরল কলকাতা টিভি অনলাইন-
১। রোহিত শর্মা ২।ঈশান কিষাণ ৩।শুবমান গিল/শিখর ধাওয়ান ৪।বিরাট কোহলি ৫।শ্রেয়স আইয়ার ৬।সূর্যকুমার যাদব ৭।ঋষভ পন্থ ৮।কেএল রাহুল ৯।হার্দিক পান্ডিয়া ১০।রবীন্দ্র জাডেজা ১১।সঞ্জু স্যামসন ১২।ওয়াশিংটন সুন্দর ১৩।জসপ্রীত বুমরাহ ১৪।যুজবেন্দ্র চাহল ১৫।কুলদীপ যাদব ১৬।মহ্ম্মদ সামি ১৭। মহম্মদ সিরাজ ১৮।অর্শদীপ সিং ১৯।ভুবনেশ্বর কুমার ২০।উমরান মালিক