কলকাতা: বুধবার বিকেলের পর থেকে কলকাতায় ঝমঝমিয়ে বৃষ্টি। একইসঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝেঁপে নামল বৃষ্টি। এদিন দুপুরের পর থেকে কালো হয়ে আসে আকাশ। প্রায় দু’ঘণ্টা চলে অঝড়ে বৃষ্টি। শহরের একাধিক রাস্তায় জল থইথই অবস্থা। যানবাহন থমকে যায়। অফিসফেরতা মানুষ বাড়ি ফিরতে গিয়ে চরম দুর্ভোগে পড়ে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, মধ্য বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। ওই ঘূর্ণাবর্তের জেরেই দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন:Murshidabad TMC: মুর্শিদাবাদের নওদায় তৃণমূলের গোষ্ঠী কোন্দলে পার্টি অফিসে ভাঙচুর, আগুন
পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের উপরের জেলা জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ২-৩ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।