লখনউ: ধারালো অস্ত্র দিয়ে পথচারীদের এলোপাথাড়ি কোপাল এক ব্যক্তি৷ ওই অস্ত্রের ঘায়ে মারা যান অন্তত ২ জন৷ এ ছাড়া জখম হয়েছেন বহু৷ উত্তরপ্রদেশের বুলন্দশহরের ( Uttar Pradesh Bulandshahr) খানপুর পুলিস থানা এলাকার ঘটনা৷ খুনিকে গ্রেফতার করেছে পুলিস৷ ঘটনার জেরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে পথচারীদের মধ্যে৷
বুলন্দশহরের এসএসপি সন্তোষ কুমার জানিয়েছেন, ধৃত ব্যক্তি মানসিক রোগগ্রস্ত৷ বাড়ি থেকে ধারালো অস্ত্র নিয়ে বেরিয়েছিল৷ তারপর রাস্তায় যাঁকে কাছে পেয়েছে তাঁকেই কুপিয়েছে৷ সব মিলিয়ে মোট ৭ জন জখম হন৷ তাঁদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে দু’জন মারা যান৷

হামলার পরই অকুস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত৷ আশপাশে পুলিসের একটি টিম টহল দিচ্ছিল৷ এক ব্যক্তিকে পালিয়ে যেতে দেখে সন্দেহ হয় তাদের৷ অভিযুক্তকে ধাওয়া করে ধরে ফেলে তারা৷ এরপর তাকে থানায় নিয়ে যাওয়া হয়৷ সন্তোষ কুমার জানিয়েছেন, আহতরা সবাই একে অপরের অপরিচিত৷ অভিযুক্তের মানসিক সমস্যা রয়েছে৷ পুরনো কোনও আক্রোশ বা শত্রুতা থেকে এই ঘটনা ঘটায়নি৷