Saturday, July 5, 2025
Homeজেলার খবরIsha Aleya Sad Demise: অভিনেত্রীকে খুনে পরিচালক স্বামীর ভূমিকা নিয়ে ধন্দ 

Isha Aleya Sad Demise: অভিনেত্রীকে খুনে পরিচালক স্বামীর ভূমিকা নিয়ে ধন্দ 

Follow Us :

কলকাতা: হাওড়ায় ১৬ নম্বর জাতীয় সড়কে ঝাড়খণ্ডের (Jharkhand) অভিনেত্রী ইশা আলেয়া (Isha Aleya) খুনের ঘটনায় তাঁর পরিচালক স্বামীর (Husband) ভূমিকা নিয়ে ধন্দ বাড়ছে। ঘটনাস্থল ময়ূরেখা ব্রিজের কাছেই থাকা একটি ফ্যাক্টরির সিসিটিভি (cctv) ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। ওই অভিনেত্রীর (Actor) স্বামী প্রকাশ কুমারকে (Prokash kumari) ঘটনাস্থলে নিয়ে গিয়ে পুনর্নির্মাণ (Reconstruct) করার চেষ্টা হচ্ছে। বুধবার সকালে রাঁচি থেকে কলকাতায় নিয়ে আসার সময় জাতীয় সড়কে (National Highway) গুলি করে খুন করা হয় দীপিকা কুমারীকে। তাঁর স্বামী পুলিশকে জানিয়েছে, শৌচকর্মের জন্য সেখানে তিনি গাড়ি দাঁড় করিয়েছিলেন। সেসময় ছিনতাইবাজরা (Snachers) তাঁর ওয়ালেট ছিনতাইয়ের চেষ্টা করে। তাঁর স্ত্রী সেসময় গাড়িতেই ছিলেন। তিনি বেরিয়ে এসে প্রতিহত করতে চেষ্টা করলে ছিনতাইবাজরা পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে তাঁর স্ত্রীকে গুলি করে। 
প্রশ্ন উঠেছে, গাড়িটিকে একেবারে নির্জন জায়গায় দাঁড় করানো হয়েছিল কেন? তাঁর স্ত্রীকে গুলি করা হলেও তাঁর স্বামী এতটুকুও আহত হননি? ঘটনাটি ঘটেছে সকালে দিনের আলোয়। ঘটনার পর দুঘণ্টা গাড়ি চালিয়ে প্রকাশ কুমারকে সাহায্য চাইতে হয়েছে এই কথাটির মধ্যে অসংলগ্নতা রয়েছে। পুলিশ সূত্রে খবর, এই বিষয়ে ওই অভিনেত্রীর স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হবে। মহকুমা পুলিশ আধিকারিক  সিদ্ধার্থ ধাপোলা এদিন বিকেলে বলেন, তদন্ত চলছে। এখনই কিছু বলা যাবে না। ছিনতাইয়ের কোনও প্রমাণ পাওয়া যায়নি প্রাথমিক তদন্তে। পরে ওই ঘটনায় খোদ হাওড়া গ্রামীণের পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন মৃতার স্বামী প্রকাশ কুমারকে। কোন রুট দিয়ে তিনি গাড়ি নিয়ে এসেছেন তা জানার চেষ্টা চলছে। তবে ওই এলাকায় কোনও সিসি ক্যামেরা না থাকায় তদন্তে যথেষ্ট বেগ পেতে হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে, মাথার ডান দিকে পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে। গুলি বাম দিক দিয়ে বেরিয়ে গিয়েছে। 

আরও পড়ুন: AITC Worker: পুরনো কর্মীদের দলে ফেরাতে এবার পথে নামার উদ্যোগ তৃণমূলের
জানা গিয়েছে, ওই অভিনেত্রী ঝারখণ্ডে জনপ্রিয়। তাঁর নাম রিয়া কুমারী। পর্দায় তিনি ইশা আলেয়া নামে পরিচিত। ভিডিও তৈরি করে ইউটিউবে জনপ্রিয় ছিলেন ওই অভিনেত্রী। 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39