জোশীমঠ: উত্তরাখণ্ডের জোশীমঠের (Joshimath, Uttarakhand) বাসিন্দাদের কাছে আজ আর মাথা গোঁজার ঠাঁই নেই, ফাটল আতঙ্কে ঘর ছাড়া বহু পরিবার। ২০১৩ সালে কেদারনাথে (Kedarnath) বিপর্যয় (Disaster) ঘটেছিল, এরপর ২০২১ সালে ভয়াবহ বন্যা পরিস্থিতি আর এবছর জোশীমঠে ফাটল আতঙ্ক। দেবভূমি বারবার মনে করিয়ে দিয়েছে, পরিবেশকে (Environment) নষ্ট করলে, পরিবেশও কিন্তু তার শোধ তুলবে।
গ্রাউন্ড জিরো থেকে জোশীমঠের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সমস্ত আপডেট কলকতা টিভিতে, সুচন্দ্রিমার সঙ্গে।
প্রশাসন বাড়ি ছাড়তে বলেছে, তবে পুনর্বাসনের (Rehabilitation) কোনও পরিকল্পনা নেই। সরকার থেকে দেড় লক্ষ টাকার চেক হাতে ধরিয়ে দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু তা দিয়ে কি গোটা জীবনটা চলে যাবে?