নয়াদিল্লি: এক লক্ষের কম আবাদিযুক্ত শহরে নয়া অর্থায়নের উপায় হিসেবে কাজ করছে ব্যবহৃত জল ব্যবস্থাপনা (Used Water Management – UWM)। এটি শুরু হওয়ার পর থেকে শহুরে জীবনে ব্যাপক বদল এসেছে। কঠিন বর্জ্য এবং ব্যবহৃত জল ব্যবস্থাপনার (Solid Waste and Used Water Management) কাজে আরও বেশি করে নজর দেওয়ার জন্য কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক (Ministry of Housing and Urban Affairs – MoHUA) একটি সমঝোতা চুক্তি অর্থাৎ মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্টিং বা মৌ (Memorandum of Understanding – MoU) স্বাক্ষর করেছে রাইটস লিমিটেডের (Rail India Technical and Economic Service – RITES Limited) সঙ্গে।
কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের সচিব মনোজ জোশীর উপস্থিতিতে এই মৌ স্বাক্ষর হয়েছে। উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট মন্ত্রকের অন্যতম আধিকারিক রূপা মিশ্র (Roopa Mishra, JS, MoHUA), আরবান ইনফ্রা সংস্থার এগজিকিউটিভ ডিরেক্টর আর কে দয়াল (R K Dayal, Executive Director-Urban Infra) এবং রাইটসের সিএমডি রাহুল মিঠাল(Rahul Mithal, CMD, RITES)। এই সমঝোতা চুক্তি অর্থাৎ মৌ (স্বচ্ছ ভারত মিশন-আরবান 2.0-এর অধীনে প্রযুক্তিগত সহায়তার জন্য)।
আরও পড়ুন : Gautam Gambhir | ‘পলাতক আবার আদালত চালাচ্ছে!’ এবার নামী সাংবাদিককে আক্রমণ গম্ভীরের
স্বচ্ছ ভারত মিশন-আরবান ২.০-এর আওতায় আবর্জনামুক্ত শহর তৈরির সামগ্রিক দৃষ্টিভঙ্গির সদিকে জোর দেওয়া হয়েছে। প্রত্যাশা রয়েছে, কঠিন বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আরও গতি আসবে আগামী দিনে। আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক এবং রাইটসের মধ্যে সমঝোতা চুক্তি রাজ্য/শহরের স্থানীয় সংস্থার মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে টেকসই ও উন্নত স্যানিটেশন ব্যবস্থার সুযোগ-সুবিধা প্রদান করবে। এছাড়াও পরিববহন, চিকিৎসা ক্ষেত্রেও অগ্রগতি আসবে। আশা রয়েছে বৃহত্ত জনস্বাস্থ্যেও এর প্রভাব পড়বে।
উল্লেখ্য, বছরের পর বছর ধরে অবহেলা, দূরদর্শিতার অভাব এবং নগর পরিকল্পনার অনুপস্থিতির ফলে ভারতের বিভিন্ন অংশে আবর্জনার পাহাড় তৈরি হয়েছে। এর জেরে নালা, জলাশয় এবং নদী সবই প্রায় বর্জ্য পদার্থে ভরে গিয়েছে এবং দূষিত হচ্ছে। যার সরাসরি প্রভাব মানব জীবন এবং পরিবেশের উপর পড়ে। তবে ভারত এখন আধুনিক হচ্ছে। সেই সঙ্গে ভারতকে আবর্জনা মুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে ভারতর সরকারের পক্ষ থেকে। স্বচ্ছ ভারতের উদ্দেশ্য হলো, দেশকে পরিচ্ছন্ন এবং আবর্জনামুক্ত করে তোলা। তারই দ্বিতীয় ধাপ স্বচ্ছ ভারত ২.০।