কলকাতা: বেলেঘাটা আইডি হাসপাতালে করোনায় আক্রান্ত (Coronavirus Effected) হয়ে মৃত্যু হল একজনের। বৃহস্পতিবার বেলেঘাটা আইডি হাসপাতাল (Beleghata ID Hospital) থেকে এই মহিলার করোনায় মৃত্য়ুর খবর প্রকাশ্যে আসতেই সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। মৃত মহিলার নাম সোনালি সরকার (৪১)। দক্ষিণ ২৪ পরগনার গড়িয়ার বাসিন্দা ছিলেন তিনি। কয়েকদিন আগেই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে কোভিডে আক্রান্ত হয়ে একজনের রোগীর মৃত্যু হয়েছিল। এবার খাস কলকাতার বাসিন্দা করোনাভাইরাস আক্রান্ত হয়ে প্রাণ হারালেন।
রাজ্যে ডেঙ্গির সঙ্গে চোখ রাঙাচ্ছে করোনার সংক্রমণ। এর আগে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চারজনের মৃত্যু হয়েছে। এবার কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্য়ু হল গড়িয়ার বাসিন্দা সোনালি সরকারের। গত ২ অগস্ট বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই গত ৭ অগস্ট মৃত্যু হয় তাঁর। গত ৭ তারিখ বিকেলে মারা যান তিনি। হাসপাতাল সূত্রে খবর, সোনালির শরীরে নানা সমস্যা ছিল। হাসপাতালে ভর্তি হওয়ার পর করোনা পরীক্ষা করানো হলে রিপোর্ট পজিটিভ আসে। এরপরই কলকাতাবাসীর মধ্যে আতঙ্কে দেখা দিয়ে। শহরবাসীর মনে ঘুরপাক খাচ্ছে তাহলে কি আবার মাস্ক পরতে হবে? আবার কী ফিরবে ঘরবন্দি জীবন। এই প্রশ্নই মনে ঘুরপাক খাচ্ছে।
আরও পড়ুন: নওদায় বাম-কংগ্রেস-বিজেপির বোর্ড, তৃণমূলকে দূরে রাখতেই জোট
এই আতঙ্কার মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, নতুন এক স্ট্রেনের জেরে ফের দ্রুত করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। দ্রুত সংক্রমণ বৃদ্ধিকারী ওমিক্রনেরই (Omicron) নতুন ভ্যারিয়েন্ট সেটি। ইজি.৫.১ (EG.5.1) নামের এই ভাইরাসকে ডাকা হচ্ছে এরিস নামে। আপাতত ব্রিটেনে তার প্রভাব শুরু করেছে সেটি। আর এতেই ‘সিঁদুরে মেঘ’ দেখছেন অনেকেই।