নয়াদিল্লি: সংসদের শীতকালীন অধিবেশনের প্রথমদিন থেকেই হাওয়া গরম রাজধানীর রাজনীতিতে। পরপর দুদিন বিরোধী দলগুলি একযোগে ভারত-চীন সংঘর্ষ নিয়ে বিজেপিকে চেপে ধরে। বৃহস্পতিবারও যে তার অন্যথা হবে না, তা বোঝা গেল সকাল সকাল তৃণমূলের রাজ্যসভার সদস্য ডেরেক ও’ব্রায়ানের টুইটে।
ডেরেক টুইটে লিখেছেন, তৃণমূল সহ বিরোধীরা সংসদে এই বিষয়গুলির উপর আলোচনার দাবি জানাচ্ছে।
১। যুক্তরাষ্ট্রীয় কাঠামো। অর্থনৈতিক অবরোধে রাজ্য সরকারগুলিকে নড়বড়ে করে দেওয়া।
২। উত্তর-পূর্ব ভারত বিশেষত মেঘালয় পরিস্থিতি।
৩। বেরোজগারি
৪। দ্রব্যমূল্যবৃদ্ধি
৫। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহার।
৬। চীন
সরকারের অবস্থান হচ্ছে, এসব এড়িয়ে গিয়ে বিশ্ব উষ্ণায়ন, লিখেছেন ডেরেক।
Oppn parties incl TMC want #Parliament to discus now:
1. Federal structure. Economic blockade destabilizing state govts
2. NE issues,focus Meghalaya
3. Unemployment
4. Price rise
5. Misuse of central agencies
6. China
GOVT STUNT. To avoid these, discus Global Warming
— Derek O’Brien | ডেরেক ও’ব্রায়েন (@derekobrienmp) December 15, 2022
প্রসঙ্গত, বহুদিন পর বুধবার রাজধানীর রাজনীতি বিরোধী ঐক্যের এক বিরল ঘটনার সাক্ষী হয়েছিল। চীন প্রসঙ্গে সরকার পক্ষ যখন মৌনব্রত অবলম্বন করে সতর্ক পা ফেলছে, তখন বুধবার কংগ্রেসের নেতৃত্বে বিরোধীরা সংসদের দুই কক্ষ থেকেই একযোগে ওয়াকআউট করে। সকাল থেকেই বিরোধীদের এককাট্টা হওয়ার নজির টের পাওয়া গিয়েছিল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের ডাকা বৈঠকে। সেখানে আম আদমি পার্টি ও তেলেঙ্গনা রাষ্ট্র সমিতিও যোগ দেয়। কিন্তু, তৃণমূল কংগ্রেস সেই বৈঠকে হাজির না-থাকলেও ওয়াকআউটে তারাও শামিল হয়।
অধিবেশন বসতেই বিরোধীদের চাপের মুখে পড়ে বিজেপি। কিন্তু, কোনওভাবেই আলোচনার দাবিতে রাজি হয়নি সরকার পক্ষ। তাতেই সব বিরোধী ওয়াকআউট করে বেরিয়ে যায়। স্বাভাবিকভাবেই বিজেপির কাছে বিরোধীদের এতটা ঐক্য প্রত্যাশিত ছিল না। এদিন মল্লিকার্জুনের ডাকা বৈঠকে তৃণমূল গরহাজির হলেও শীত অধিবেশনের গোড়ায় বিরোধী দলের কৌশল আলোচনায় তারা উপস্থিত ছিল। সমমনোভাবাপন্ন দলগুলির ওই বৈঠকে টিআরএস না এলেও কেজরিওয়ালের দলও হাজির হয়েছিল। সব মিলিয়ে এদিন সকালেই ডেরেকের টুইট থেকে বোঝাই যাচ্ছে, অধিবেশনের শুরু থেকেই ফের বিরোধীদের সাঁড়াশি আক্রমণের মুখে পড়তে চলেছে বিজেপি।