Saturday, July 5, 2025
HomeকলকাতাWest Bengal Assembly: কৃষক আত্মহত্যা নিয়ে বিধানসভায় শাসক-বিরোধী চাপানউতোর

West Bengal Assembly: কৃষক আত্মহত্যা নিয়ে বিধানসভায় শাসক-বিরোধী চাপানউতোর

Follow Us :

কলকাতা: কৃষক আত্মহত্যা নিয়ে বিধানসভায় চাপানউতোর চলল বৃহস্পতিবার। বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় এক ব্যক্তির করা আরটিআইয়ের মাধ্যমে পাওয়া তথ্যের উল্লেখ করে দাবি করেন, গত বছর শুধু পশ্চিম মেদিনীপুরেই ১১২ জন কৃষক আত্মঘাতী হয়েছেন আর্থিক কারণে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট বিকৃত করে রাজ্য সরকার দাবি করছে, রাজ্যে কোনও কৃষকের মৃত্যু হয়নি। 

বিজেপি বিধায়কের সেই দাবি খণ্ডন করে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন. হিরণ ঠিক কথা বলছেন না। এই খবর কানে আসার সঙ্গে সঙ্গে রাজ্য সরকার খোঁজখবর করে। তাতে জানা যায়, বিশ্বনাথ গোস্বামী নামে একজন ওই রিপোর্ট দেন। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর অনুমতি চাওয়া হয়েছে। এনসিবির রিপোর্ট ঠিক নয়। হিরণ জানান, জেলা পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতেই তিনি ওই কথা উল্লেখ করেছেন। 

হিরণ বলেন, রাজ্য সরকার দাবি করে, কৃষকের তিন গুণ আয় বেড়েছে। রাজ্যে কৃষক আত্মঘাতীর কোনও ঘটনা ঘটেনি। কিন্তু প্রকৃত সত্য হচ্ছে, তৃণমূল রাজ্যের ক্ষমতায় আসার পরে রাজ্যে ১৩ হাজার ৫০০ কৃষক আত্মঘাতী হয়েছেন। তাঁকে বাধা দেন শাসকদলের বিধায়করা। তাঁরা বলেন, এটা কোন সিনেমার সংলাপ, কোন যাত্রাপালার সংলাপ। হিরণ প্রকৃত তথ্য অনুসন্ধানের জন্য তদন্ত কমিটি গঠনের দাবি জানান।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39