Saturday, July 5, 2025
HomeকলকাতাSFI-DYFI Rally: 'ইনসাফ'এর দাবিতে পথে বামেরা, স্তব্ধ যান চলাচল

SFI-DYFI Rally: ‘ইনসাফ’এর দাবিতে পথে বামেরা, স্তব্ধ যান চলাচল

Follow Us :

কলকাতা: রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পথে নামলেন বাম পড়ুয়ারা। বাম ছাত্র সংগঠন এসএফআই এবং ডিওয়াইএফআই-এর প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশে অবরুদ্ধে ধর্মতলা চত্বর। ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর তদন্ত, রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ, এসবই ছিল আজকের সমাবেশের কারণ। 

মঙ্গলবারের সমাবেশে অন্যতম বক্তা মীনাক্ষী মুখোপাধ্যায়। এদিনের মঞ্চ থেকে মীনাক্ষী বলেন, গত ১০ বছরে বাংলা দেশের মধ্যে সবথেকে পিছিয়ে গিয়েছেন। রাজ্য সরকারের প্রতিটি মন্ত্রী, এমলা দুর্নীতিগ্রস্ত। শিক্ষামন্ত্রীর অনুগামীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে। টাকার বিনিময় চাকরি বিক্রি করা হয়েছে এই আমলে। আজকের এই প্রতিবাদ এই দুর্নীতির বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দুর্নীতিগ্রস্ত, স্বজনপোষোণকারী সরকারের বিরুদ্ধে। 

আরও পড়ুন: Kurmi Agitation: কুরমিদের জাতীয় সড়ক ও রেল রোকোয় স্তব্ধ বিস্তীর্ণ অঞ্চল, যাত্রী দুর্ভোগ চরমে

এদিন শিয়ালদহ এবং হাওড়া স্টেশন থেকে ‘ইনসাফ’র দাবি নিয়ে মিছিল এগিয়ে যায় ধর্মতালার দিকে। প্রথমে সমাবেশ হওয়ার কথা ছিল ওয়াই চ্যানেলে। পরে তা সরিয়ে নিয়ে যাওয়া হয় ভিক্টোরিয়া হাউসের সামনে। বামেদের দাবি, এই দুর্নীতিগ্রস্ত সরকারের অবসান না হওয়া পর্যন্ত এই প্রতিবাদ-বিক্ষোভ চলেবে। আগামীদিনে এর গতি আরও বাড়বে বলে হুঁশিয়ারি দেওয়া হয় মিছিল থেকে। 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39