নয়া দিল্লি: অরুণাচল প্রদেশের (Arunachalpradesh) তাওয়াং (Tawang) সেক্টরে (Sector) সম্প্রতি চীন (China) সেনার ভূমিকায় উত্তপ্ত (Hot) পরিস্থিতি তৈরি হয়। তা নিয়ে এখনও সরগরম রাজধানী। তারই মধ্যে এবার চীন থেকে বসে ভারতে সাইবার সন্ত্রাসের (Cyber Terrorism) অভিযোগ সামনে এল। বুধবার রিপোর্ট উঠে এল, দিল্লির এইমস হাসপাতালের সম্প্রতি কম্পিউটার সার্ভার হ্যাক (Computer Server Hack) করা হয়েছিল চীন থেকে। ঘটনায় দিল্লি পুলিশ সাইবার সন্ত্রাসের অভিযোগ দায়ের করেছে। এমনই তথ্য সামনে এল। ঘটনায় বিস্তারিত তদন্তের দাবি জানিয়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুর (shashi Tharoor)।
এইমসের (Aiims) পক্ষ থেকে জানানো হয়েছে, সব রোগীর (Patient) তথ্য (Information) ফের পাওয়া গিয়েছে। তা সুরক্ষিত আছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই তথ্য দেওয়া হল সংসদে। হ্যাকের কারণে লক্ষ লক্ষ রোগীর ডেটা পেতে সমস্যা হয়েছিল। চীনের নাগরিকদের দ্বারা এই সাইবার আক্রমণ হয়। চীন থেকেই তা পরিচালনা করা হয়েছিল। সেখানে পাঁচটি সার্ভার হ্যাকারের আক্রমণের শিকার হয়েছিল বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: TMC Meghalay: তৃণমূল নেত্রীর সফরের পর বিজেপিতে গেলেন ঘাসফুল বিধায়ক
ক্ষতি আরও বেশি হতে পারত। কিন্তু, এখন তা থেকে রক্ষা পাওয়া গিয়েছে। সফলভাবেই ওই ডেটা পাওয়া গিয়েছে। একটি সূত্র ওই তথ্য জানিয়েছে। গত ২৩ নভেম্বর ওই ঘটনা ঘটে। শোনা যায় যে, হ্যাকাররা ব্যবস্থা ফের চালু করার জন্য ২০০ কোটি টাকা চেয়েছে। যদিও দিল্লি পুলিশ তা অস্বীকার করেছে। ওই হাসপাতালে বুকিং করা, রিপোর্ট তৈরি করা, বিল দেওয়া সবটাই করা হয় অনলাইনে। বাধ্য হয়ে হাসপাতালের কাজকর্মে ম্যানুয়েল মোডে ফিরতে হয়েছিল। সেখানে বছরে ৩৮ লক্ষ রোগী শুশ্রুষা করান। দেশের তাবড় ভিআইপি, আমলারা চিকিৎসা করান সেখানে।