রামপুরহাট: এবার পরীক্ষামূলকভাবে চালানো হল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) ট্রেন। সপ্তাহের প্রথমদিন সোমবার হাওড়া-নিউজলপাইগুড়ি (Howrah-New Jalpaiguri) পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস পরীক্ষামুলকভাবে চালালো পুর্বরেল (Eastern Railway)। এদিন সকাল ৫টা ৫৫ মিনিট নাগাদ হাওড়া স্টেশন থেকে বন্দে ভারতের যাত্রা শুরু হয়। এরপর সকাল ৮টা ৪৬ মিনিট নাগাদ রামপুরহাট স্টেশন পৌঁছয় ট্রেনটি। যদিও রামপুরহাট স্টেশনে (Rampurhat Station) কোনও স্টপেজ না থাকলেও পরীক্ষামুলক কিছু কাজের জন্য দু’মিনিট সেখানে দাঁড়ায়। আর তা দেখতেই মানুষের ঢল। মোবাইলে সেলফি তোলারও হিড়িক ছিল চোখে পড়ার মতো। সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ ডিসেম্বর দেশের ষষ্ঠতম বন্দে ভারত এক্সপ্রেসের আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে পশ্চিমবঙ্গ থেকে। এই বন্দেবারত এক্সপ্রেসকে ((Vande Bharat Express) ঘিরে রাজ্যবাসীর উন্মাদনা অনেকটাই।
পূর্ব ঘোষণা (Eastern Railway) অনুয়াযী, ট্রেনটি রয়েছে লিলুয়ার কারশেডে। নীল, সাদা রংয়ের ট্রেনটি দেখার জন্য কৌতূহলী মানুষের সমাগম ছিল চোখে পড়ার মতো। রবিবার দুপুরে হাওড়ার ডিআরএম মনীশ জৈন সহ পূর্ব রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ট্রেনটি পর্যবেক্ষণ করেন। এই ট্রেন চালু হলে মাত্র আট ঘণ্টায় নিউ জলপাইগুড়ি পৌঁছনো যাবে। সপ্তাহে ছয় দিন ওই ট্রেন চলবে। ভোর ৫টা ৫০ মিনিটে তা হাওড়া (Howrah) থেকে ছাড়বে। বেলা ১টা ৫০ মিনিটে নিউ জলপাইগুড়ি (NJP) পৌঁছবে। ফের সেখান থেকে বেলা ২টো ৫০ মিনিটে ছেড়ে তা হাওড়া ফিরবে রাত ১০ টা ৫০ মিনিটে।
আরও পড়ুন:MP house bulldozed: প্রেমিকাকে মারধরের জের বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হল অভিযুক্ত প্রেমিকের ঘর