কলকাতা: শুক্রবার (Friday) থেকে কলকাতায় বইবে উত্তুরে হাওয়া। শনি ও রবিবার জাঁকিয়ে শীত (winter) পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর সূত্রের খবর, বৃহস্পতিবারও তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই থাকবে।
আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় আগামী ৪৮ ঘন্টায় হাল্কা বৃষ্টির (rain) সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে (North Bengal) মাঝারি কুয়াশা পড়তে পারে। এছাড়া দক্ষিণবঙ্গে (South Bengal) সকালের দিকে হাল্কা কুয়াশা থাকলেও বেলার দিকে আকাশ পরিষ্কার থাকবে। শনিবার ও রবিবারের মধ্যে তাপমাত্রা (temperature) দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত কমতে পারে।
আবহাওয়া দফতর সূত্রের খবর, এদিন সকালে কলকাতায় (Kolkata) হাল্কা কুয়াশা থাকলেও দিনের বাকি সময় আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৪৪ থেকে ৯৭ শতাংশ।
আবহাওয়া দফতর সূত্রের খবর, এদিন আন্দামান (Andaman) সাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি বর্তমানে দক্ষিণ আন্দামান ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগরে অবস্থান করছে। আগামী কয়েকদিনে সেটি ক্রমশ পশ্চিম দিকে এগোবে। আগামী ২৪ ঘণ্টা থেকে ৪৮ ঘন্টার মধ্যে নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে শ্রীলঙ্কা (Srilanka) উপকূলের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে নিকোবর দ্বীপপুঞ্জে আগামী ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সতর্কতা হিসেবে মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। কারণ সমুদ্রে ৫৫ কিলোমিটার থেকে ৬৫ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
অন্যদিকে, ঘূর্ণিঝড় মান্দাস আরব সাগরে ফের শক্তিসঞ্চয় করেছে। পূর্ব, মধ্য এবং দক্ষিণ-পূর্ব আরব সাগরে এই নিম্নচাপ ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। ভারতীয় উপকূল থেকে ক্রমশ দূরে সরে ওমানের দিকে অগ্রসর হচ্ছে এই নিম্নচাপ। আগামী ২০ ডিসেম্বর এই নিম্নচাপ ওমান উপকূলের (Oman coast) কাছাকাছি অবস্থান করবে।
এছাড়া পশ্চিমী ঝঞ্ঝা এমুহূর্তে পূর্ব ভারত দিয়ে বইছে। এর প্রভাবে সিকিমে তুষারপাত হতে পারে। উত্তর-পশ্চিম ও মধ্য ভারতে আগামী দু’তিন দিনে তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর৷