skip to content
Friday, July 5, 2024

skip to content
Homeলাইফস্টাইলCovid-19 Third Wave: গঙ্গাসাগর-পুরভোটে তুমুল সংক্রমণের আশঙ্কা, জমায়েত-ভিড় বন্ধের পরামর্শ চিকিৎসকেদের

Covid-19 Third Wave: গঙ্গাসাগর-পুরভোটে তুমুল সংক্রমণের আশঙ্কা, জমায়েত-ভিড় বন্ধের পরামর্শ চিকিৎসকেদের

Follow Us :

কলকাতা: রাজ্যের করোনা সংক্রমণের (Covid-19 Third Wave) হার দুই সপ্তাহেই পাল্টে গেল। যে হারে করোনা বৃদ্ধি (Corona) হয়েছে, তাতে বিপদ দেখছেন চিকিৎসকেরা। তাদের পরামর্শ কোনও মতেই জনসমাগম (Mass Gathering) করবেন না, সর্বদা ভিড় এগিড়ে চলুন। তবেই রক্ষে। অন্যথা পরিস্থিতি বিপজ্জনক হবে।

৯ জানুয়ারি থেকে গঙ্গাসাগর মেলা শুরু হচ্ছে। মেলা শেষ হওয়ার পরপরই চার পুরনিগমে ভোট গ্রহণ। এই দুই অনুষ্ঠানকে ঘিরে হাজার হাজার মানুষের সমাগম হয়। তাই, এই দুইয়ের বিষয়ে সরকারকে ভাবনাচিন্তা করার অনুরোধ করেছেন চিকিৎসকেরা।

সপ্তাহ দুয়েক আগে দৈনিক সংক্রমণ  ৪০০ থেকে ৬০০-র মধ্যে ঘোরাফেরা করছিল। কিন্তু গত কয়েকদিনে বঙ্গে একধাক্কায় কোভিড আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়েছে। উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে পজিটিভিটি রেট। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশের মেট্রো শহরগুলির মধ্যে পজিটিভিটি রেটে শীর্ষে রয়েছে কলকাতা। সেখানে সাপ্তাহিক পজিটিভিটি রেট ছিল ৬৩.৬৪ শতাংশ বলে স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে। এই কথা স্মরণ করিয়ে চিকিৎসকদের পরামর্শ মাস্ক পরুন, দূরত্ব বজায় রাখুন। আর অবশ্যই ভিড় এড়িয়ে চলুন।

আরও পড়ুন-‘বুল্লি বাই’ কাণ্ডে গ্রেফতার ইঞ্জিনিয়ারিং পড়ুয়া, উত্তরাখণ্ড থেকে আটক মহিলা

আর একটা আশার বিষয় পজিটিভিটি রেট বাড়লেও আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তির সংখ্যাটা অনেকটাই কম। চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার, অভিজিৎ চৌধুরী, অতিমারি বিশেষজ্ঞ যোগীরাজ রায় এবং চিকিৎসক কুণাল সরকারদের পরামর্শ, তৃতীয় ঢেউ মোকাবিলার একমাত্র উপায় জমায়েত বন্ধ করা। একইসঙ্গে বাড়ির বাইরে বেরোলে মাস্ক পরা বাধ্যতামূলক। এই দুইয়ের সঙ্গে দূরত্ববিধি মেনে চললে এই ঢেউ আটকানো সম্ভব। আজ, মঙ্গলবার থেকে আগামী ৫ থেকে ৬ দিনের মধ্যে এই ভ্যারিয়েন্ট কতটা ক্ষতিকর এবং সংক্রামক তা বোঝা যাবে।

 

RELATED ARTICLES

Most Popular