রাজধানী দিল্লিতে (Delhi) ২৩ বছরের এক তরুণীকে একটি গাড়ি (car) টানা চার কিলোমিটার পথ টেনেহিঁচড়ে নিয়ে গিয়েছে। এই নৃশংস ঘটনায় ওই তরুণীর মৃত্যু হয়েছে। রবিবার (Sunday) সকালে এই ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী (chief minister) অরবিন্দ কেজরিওয়াল টুইট করেছেন, বিরলতম ঘটনা। দোষীদের ফাঁসির দড়িতে ঝোলানো উচিত। ঘটনায় অভিযুক্তরা প্রভাবশালী কিংবা কোনও রাজনৈতিক দলের যুক্ত কি না তা দেখা হবে না। যে তরুণী আক্রান্ত হয়েছেন তিনি বোনের মতো। ঘটনাটি অত্যন্ত লজ্জাজনক।
পুলিশ (police) সূত্রের খবর, সুলতানপুরী থেকে কানঝাওয়ালা পর্যন্ত সাড়ে চার কিলোমিটার পথ ওই তরুণীকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে। কার্যত নৃশংসভাবে খুনের এই ঘটনার পরে দিল্লির (delhi) লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা টুইট করে বলেন, মৃত তরুণীর পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে। আমাদের যূথবদ্ধভাবে কাজ করতে হবে দায়িত্বশীল সমাজ গড়ে তোলার জন্যে। এই ঘটনায় লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে।
আরও পড়ুন: Kashmir Incident: কাশ্মীরে বিস্ফোরণে মৃত ১ শিশু, ১২ ঘণ্টায় দুটি জঙ্গি হামলায় নিহত ৫
দিল্লির (Delhi) মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল বলেন, অতি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। কেন এমন ঘটনা ঘটল তা উদ্ঘাটন করে দেখবে পুলিশ (police)। এই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার (arrest) করার জন্যে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে এই মর্মান্তিক ঘটনাটিকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। আম আদমি পার্টির (AAP) বিধায়ক সৌরভ ভরদ্বাজের প্রতিক্রিয়া, দিল্লি পুলিশ লেফটেন্যান্ট গভর্নরের অধীনে। সেক্ষেত্রে লেফটেন্যান্ট গভর্নরকে এই ঘটনার দায় নিতে হবে।
প্রসঙ্গত, রবিবার সকালে ওই তরুণীর স্কুটারের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে ফরেনসিক দফতর তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে এই ঘটনায় পাঁচ যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের গাড়ির সঙ্গেই ওই পাঁচ যুবকের গাড়ির সংঘর্ষ হয়েছে।