বেঙ্গালুরু: উচ্ছেদের প্রতিবাদে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা। গুরুতর অসুস্থ ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল।
ঘটনা কর্নাটকের শিবমগ্গা জেলার। গত কয়েক মাস ধরে রাজ্যে উচ্ছেদ অভিযান চলছে। পুরসভার কর্মচারী ও অফিসাররা রাস্তা থেকে হকার তুলতে আসেন জেসিবি এবং অন্যান্য সরঞ্জাম নিয়ে। পুরকর্মীদের সামনেই একজন হকার বিষ খেয়ে ফেলেন। অসুস্থ হয়ে তিনি রাস্তাতেই লুটিয়ে পড়েন। জেসিবি মেশিনের সামনেই এই ঘটনা ঘটায় সমস্যায় পড়েন পুরকর্মীরা। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুরসভার অভিযোগ, শহরে বহু লোক বেআইনিভাবে দোকান খুলে বসেছে। সেই সব দোকান ভেঙে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। সেইমতো উচ্ছেদ অভিযান শুরু হয়। এর আগেও উচ্ছেদ অভিযান চলে। তখনও পুরকর্মীদের বাধার মুখে পড়তে হয়। হকারদের দাবি, পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ অভিযান চালানো যাবে না। বৃহস্পতিবারের ঘটনার পর অভিযান কতটা চালানো যাবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেন পুরসভার এক কর্তা।