ঝাড়খণ্ড: ধানবাদ কয়লা মাফিয়ারাজের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল ঝাড়খণ্ড হাইকোর্ট। পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে কয়লা কেলেঙ্কারির অভিযোগ উঠল। ধানবাদ শহরের বুকে বসে পুলিশের মদতে কয়লা মাফিয়ারাজ চলার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে ঝাড়খণ্ড হাইকোর্ট।
সুযোগ থাকা সত্ত্বেও স্থানীয় পুলিশের এফআইআর দায়ের না করা এবং অন্যান্য যুক্তিসম্মত কারণ সামনে আসায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। অভিযোগকারীর বিরুদ্ধে অতীতে অপরাধের অভিযোগ আছে বলে যুক্তি দেখিয়ে এফআইআর দায়ের করতে পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ ওঠে।
আরও পড়ুন: জলপাইগুড়ির অন্যতম বৈকন্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজো
এর প্রেক্ষিতে আদালত জানায়, অভিযোগের সারবত্তা খতিয়ে দেখুক সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রাথমিক অনুসন্ধানে অভিযোগে সাররত্তা মিললে সিবিআই এফআইআর দায়ের করতে পারবে। একইসঙ্গে এক সাংবাদিকের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্তে সহযোগিতা করার জন্য সব পুলিশ অফিসারদের নির্দেশ দিয়েছে আদালত।
দেখুন আরও অন্যান্য খবর: