রাজনগর: জলের মতো ঠান্ডা চা, তাও আবার মুখে দেওয়ার যোগ্য নয়। অত্যন্ত নিম্নমানের চা। মুখ্যমন্ত্রী বলে কথা। তিনি এই চা মুখে দেবেন কেন? যাঁরা দায়িত্বে ছিলেন, তাঁদেরও বলিহারি। অতএব ধরে আনো। রাতারাতি শো কজ নোটিস ফুড ইন্সপেক্টরকে। তিনদিনের মধ্যে চিঠির জবাব দিতে হবে। সন্তোষজনক জবাব না হলে শাস্তির মুখে পড়তে হবে বেচারি ওই সরকারি কর্মীকে।
ঘটনা মধ্যপ্রদেশের। গত ১১ জুলাই ছতরপুর জেলার রাজনগরে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের একটি অনুষ্ঠান ছিল। যাওয়ার পথে তিনি খাজুরাহো বিমানবন্দরে থামেন। সেখানেই চা এবং ব্রেকফাস্ট করার কথা ছিল শিবরাজের। চা মুখে দিয়েই বিরক্ত হন মুখ্যমন্ত্রী। একে তো নিম্নমানের চা। তার উপর জলের মতো ঠান্ডা। আর যায় কোথায়।
আরও পড়ুন: Farakka Theft: সদয় এবং বিনয়ী চোরের কীর্তি
মুখ্যমন্ত্রী অফিসারদের নির্দেশ দিলেন, যাঁরা দায়িত্বে ছিলেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তড়িঘড়ি তাই শো কজ করা হয়েছে ভারপ্রাপ্ত ফুড ইন্সপেক্টরকে।
গত বছর সিদ্ধি জেলায় সভা করতে গিয়ে সার্কিট হাউসে মশার কামড় খেতে হয়েছিল মুখ্যমন্ত্রীকে। সেই অপরাধে মধ্যপ্রদেশ সরকার এক অফিসারকে সাসপেন্ড করেছিল। সার্কিট হাউসে মশা থাকবে কেন? আর মশা থাকলেও তা মুখ্যমন্ত্রীকে কামড়াবে কেন? সেই অপরাধে শাস্তি পেতে হয় সরকারি অফিসারকে। এবার মুখ্যমন্ত্রীকে নিম্নমানের ঠান্ডা চা পরিবেশন করে শাস্তির মুখে খাদ্য দফতরের অফিসার।
আরও পড়ুন: Calcutta High Court: কোন অধিকারে প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করে একক বেঞ্চ, প্রশ্ন উঠল হাইকোর্টে