Placeholder canvas

Placeholder canvas
Homeআন্তর্জাতিকElisabeth Borne: আস্থা ভোটে জয়, প্রধানমন্ত্রী বোর্ন ধরে রাখলেন ফরাসি সাম্রাজ্যের কুর্শি

Elisabeth Borne: আস্থা ভোটে জয়, প্রধানমন্ত্রী বোর্ন ধরে রাখলেন ফরাসি সাম্রাজ্যের কুর্শি

Follow Us :

প্যারিস, ১২ জুলাই : আস্থা ভোটে জয় পেলেন ফরাসি প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন৷ সংসদে ভোটাভুটির পর দেখা গিয়েছে, বাম মনোভাবাপন্ন দলের আনা প্রস্তাবকে মাত্র ১৪৬ জন সমর্থন করেছেন৷ বাম মনোভাবাপন্ন বিরোধীদের আনা আস্থা ভোটে জিতে সরকার ফেলতে দরকার ছিল ২৮৯টি ভোট৷ যার ধারে কাছেও বিরোধীরা যেতে পারেনি৷ আস্থা ভোটের আগে প্রধানমন্ত্রী বোর্ন বলেছিলেন, ফরাসি নাগরিকরা প্রতিদিন নানা সমস্যার মধ্যে পড়ছেন, সে সব নিয়ে আলোচনা করার দরকার ছিল৷ তা না করে আস্থা ভোটের দিকে সবাই এগিয়ে গেলেন৷ এই পদক্ষেপ অত্যন্ত হতাশাজনক৷ তবে ভোটের ফল বিরোধী নুপেশ জোটের পক্ষে খানিকটা সন্দেহজনক বলে মনে করা হচ্ছে৷ 

এ বছরের ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্যায়ে ২২% ভোট পেয়েছিলেন বর্ষীয়ান অতি-বাম রাজনীতিক জাঁ-লিক মেলশঁ। ১৯৬৯-এর জাক দুক্লো ২১.৩% ভোট পাওয়ার পর অতি-বামের এতটা রমরমা দেখেনি ফ্রান্স। সময়ের দিক থেকে বিচার করলে, এটাই হয়তো একটা সামাজিক প্রতিরোধ। কয়েক বছর ধরেই অতি-দক্ষিণপন্থার দুর্বার অগ্রগতি দেখছে ফ্রান্স। সঙ্গে ইতালি, স্পেন, পর্তুগাল, রোমানিয়া, জার্মানি: প্রায় গোটা ইউরোপই।

সত্যি বলতে কী, ২০২২-এর ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ কোনও নির্বাচন গোটা পৃথিবীতেই হয়নি সাম্প্রতিক অতীতে। ফলাফল নয়, তার প্রভাবটা আসলে সুবিশাল। এর প্রধান কারণ অবশ্যই আজকের ফ্রান্স তথা ইউরোপের অভিবাসী-অধ্যুষিত চরিত্র, যা বিপন্ন করে তুলেছে সামাজিক ভারসাম্যকে।

RELATED ARTICLES

Most Popular