ওয়েব ডেস্ক : ফের রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। সূত্রের খবর, আগামী ১৮ জুলাই বাংলায়(Bengal) পা রাখতে চলেছেন তিনি। এখানে এসে বারাসত, বনগাঁ, ব্যারাকপুর, কলকাতা উত্তর- এর চার জেলাকে নিয়ে জনসভা করার কথা তাঁর। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সভার জন্য জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি কর্মীরা। অন্যদিকে ২১ জুলাইয়ে তৃণমূলের(TMC) শহিদ দিবসের ঠিক আগে প্রধানমন্ত্রীর সভা বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
আগামী বছর পশ্চিমবঙ্গে হতে চলেছে বিধানসভা নির্বাচন (Election)। প্রতি নির্বাচনের মতো, আসন্ন নির্বাচনে বাংলা দখল করতে মরিয়া গেরুয়া শিবির(BJP)। তার আগে বঙ্গ বিজেপিতে বড় রদবদল করেছে গেরুয়া শিবির। রাজ্য বিজেপি সভাপতির দায়িত্ব সুকান্ত মজুমদারের হাত থেকে তুলে নিয়ে দিয়ে দেওয়া হয়েছে রাজ্যসভার সাংসদ তথা বিজেপি নেতা শমীর ভট্টাচার্যের (Samik Bhattacharya) হাতে। তবে রদবদল হলেও নির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারবে বিজেপি, তা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে।
আরও খবর : হাইকোর্টের নির্দেশের পর কি বন্ধ হল কলেজের ইউনিয়ন রুম?
এর মধ্যে রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) আগমন বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এর আগে গত মে মাসে আলিপুরদুয়ারে সভা করেছিলেন তিনি। তার পর থেকেই গুঞ্জন চলছিল, দক্ষিণবঙ্গেও সভা করতে পারেন মোদি। এবার বিজেপি সূত্র মারফত জানা যাচ্ছে আগামী ১৮ জুলাই কলকাতায় আসছেন তিনি।
সূত্রের খবর, দমদম সেন্ট্রাল জেলের মাঠ অথবা বারাসতের কোথাও সভা করতে পারেন প্রধানমন্ত্রী (PM Modi)। রাজনৈতিক মহলের ধারণা, এমনিতেই দক্ষিণবঙ্গে বিজেপি সাংগঠনিকভাবে দুর্বল। ফলে প্রত্যেকবারের মতো এবারেও কর্মী ও নেতাদেরকে ভোকাল টনিক দিতে রাজ্যে আসছেন তিনি।
দেখুন অন্য খবর :