Saturday, July 5, 2025
HomeScrollআমেরিকা দেউলিয়া হওয়ার পথে, সতর্কতা মাস্কের
Bankruptcy Warning for US

আমেরিকা দেউলিয়া হওয়ার পথে, সতর্কতা মাস্কের

আমেরিকার জাতীয় ঋণ ৩ হাজার লক্ষ কোটি ছাড়িয়ে গিয়েছে

Follow Us :

ওয়াশিংটন: বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র বলে পরিচিত আমেরিকা (US)। অর্থনৈতিক ও প্রতিরক্ষা ক্ষেত্রে সারা বিশ্বে প্রভাব বিস্তার করে রয়েছে উন্নত বিশ্বের এই দেশ। সেই আমেরিকা না কি দেউলিয়া হওয়ার পথে। সতর্ক করলেন এলন মাস্ক (Elon Musk)। এক ইন্টারভিউতে টেসলা সিইও বলেন, আমেরিকা দ্রুত দেউলিয়া হওয়ার দিকে এগোচ্ছে। আমেরিকার জাতীয় ঋণ ৩ হাজার লক্ষ কোটি ছাড়িয়ে গিয়েছে।

মাস্ক পরামর্শ দিয়েছেন, অবিলম্বে আমেরিকার সরকারি ব্যয় কমানো উচিত। একইসঙ্গে অর্থনৈতিক সংস্কার করা দরকার। মাস্ক বলেছেন যে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন, তবে সরকারের আকারের বহর কমতে পারে। উল্লেখ্য, সম্প্রতি এক্স হ্যান্ডলে এলন মাস্কের সঙ্গে এই বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের কথা হয়েছে। সেখানে আমেরিকায় একটি গভর্নমেন্ট এফিশিয়েন্সি কমিশন গঠন করবার কথা বলা হয়েছে। ট্রাম্প বলেছেন তিনি জয়ী হলে মাস্কের নেতৃত্বে এই কমিশন গঠন করবেন।

আরও পড়ুন: সব রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার ঘোষণা মমতার

আরও খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39