কলকাতা: প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি বাংলাদেশে (Bangladesh)। ১৮ নভেম্বরের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরার নির্দেশ। এখন ভারতে আশ্রয়ে রয়েছেন তাহলে তাঁকে কি বাংলাদেশে পাঠাতে হবে ভারতকে? বাংলাদেশের সঙ্গে বন্দি প্রত্যর্পণ চুক্তি কাজ করবে না কি আশ্রয়ে থাকা কারও ক্ষেত্রে অন্য নিয়ম হবে তা নিয়ে নানা জল্পনা রয়েছে। এখন দেখার এই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ ও ভারত সরকার কী অবস্থান নেয়। বাংলাদেশ সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, শুধু হাসিনা নয় তাঁর দল আওয়ামি লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে চলা হত্যাকাণ্ডে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বিচার শুরু হয়েছে।
ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আইনজীবী মহম্মদ তাজুল ইসলাম বলেন, আদালতের কাছে আবেদন জানিয়েছিলাম এই অপরাধের যাঁরা আসামি তাঁরা প্রভাবশালী। তাঁদের গ্রেফতার না করা হলে তদন্ত করা খুব কঠিন। তাঁদের ভয়ে সাধারণ মানুষ এমনকী শহিদ পরিবারের সদস্যরা কথা বলতে সাহসী হচ্ছেন না। আদালত আবেদন মঞ্জুর করে ১৮ নভেম্বরের মধ্যে শেখ হাসিনাকে গ্রেফতার করে এই আদালতে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: অসমে আসা বাংলাদেশিদের নাগরিকত্ব নিয়ে বিরাট রায় সুপ্রিম কোর্টের
ছাত্র জনতার আন্দোলনের জেরে গত ৫ অগাস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ ছাড়েন। এরপর গঠিত অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু হয়।
দেখুন অন্য খবর: