ওয়েব ডেস্ক: সুরাপ্রেমী ও ধুমপায়ীদের জন্য বড় দুঃসংবাদ। শীঘ্রই বাড়তে পারে সিগারেট (Cigarette), তামাক জাত ও মদের দাম। এমনকী, দামি গাড়ির দাম আরও বাড়তে বলে জানা গিয়েছে। এবার এমনই সিদ্ধান্ত নিল কেন্দ্র।
সূত্রের খবর, জিএসটির কমপেনসেশনের (GST revision) মেয়াদ শেষ হতে চলেছে। এর বদলে হেলথ অ্যান্ড এনার্জি (Health & Energy) সেস আনার পরিকল্পনা কেন্দ্রের। একই সঙ্গে আনা হতে পারে ক্লিন এনার্জি (Clean Energy) সেস। হেলথ অ্যান্ড এনার্জি সেস মূলত বসানো হবে ‘সিন গুডস’, অর্থাৎ শরীরের জন্য ক্ষতিকর বলে যে পণ্যগুলিকে ধরা হয় সেই পণ্যগুলির উপর। ‘সিন গুডস’ হিসাবে ধরা হয় মদ, সিগারেট ও তামাকজাত অন্য পণ্য যেমন খৈনি, গুটকা। এই পণ্যগুলি এমনই জিএসটির ২৮ শতাংশের স্ল্যাবে পড়ে। উপর অতিরিক্ত সেস বসলে একধাক্কায় দাম অনেকটা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এমনকী, সিগারেটের দাম দ্বিগুণ পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে কেন্দ্র।
আরও পড়ুন: নয়া ওয়াকফ বিধি পোর্টালে প্রকাশ করল কেন্দ্র
এই খবর প্রকাশ্যে আসতেই মন খারাপ সুরাপ্রেমী থেকে ধুমপায়ীদের। তবে , এর পাশাপাশি বাড়তে পারে দামি গাড়ির দামও। কেন্দ্র সরকার চাইছে পুননবীকরণযোগ্য শক্তির গাড়িঘোড়ার সংখ্যা বাড়াতে, যাতে দূষণ নিয়ন্ত্রণ করা যায়। তাই পেট্রলজাত গাড়িতে অতিরিক্ত সেস বসানো হতে পারে। তাই বাড়তে পারে দাম।
দেখুন অন্য খবর