Saturday, July 5, 2025
Homeলাইফস্টাইলবাজিতে হাত পুড়ে গেছে? রইল সমাধান

বাজিতে হাত পুড়ে গেছে? রইল সমাধান

Follow Us :

কলকাতা: কালীপুজোয় বাজি পুড়িয়েছেন! যার ফলে হাত-পা বা শরীরের কোনও অংশ পুড়ে গিয়েছে? ভয় নেই। চলুন জেনে নেওয়া যাক কি কি করবেন।

  • প্রথমেই ঠাণ্ডা জল দিন। কোনও জায়গায় পুড়ে গেলে বা ফোসকা পড়ার উপক্রম হলে ঠাণ্ডা জলের কোনও বিকল্প নেই। বরফ হলে আরও ভাল। তবে, এক জায়গায় বরফটি ধরে থাকবেন না, ক্ষতস্থান এবং তাঁর আশেপাশে ঘোরাতে থাকুন।
  • হাতের কাছে মজুত রাখুন ডায়োজিন বা ন্যানো সালফার জাতীয় মলম। অল্প পুড়লে ঠান্ডা জল দিয়ে ক্ষতস্থানটি কিছুক্ষণ ধুয়ে নিন। তারপরই লাগিয়ে দিন এই মলম।
  • পোড়া জায়গায় ব্যথা হওয়া স্বাভাবিক। ব্যথা হলে প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে পারেন। বেশি পুড়লে অযথা ভয় না পেয়ে দ্রুত স্থানীয় চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।
  • এছাড়াও দেখা যায়, অনেক সময় চোখে আগুনের ফুলকি ঢোকে। সে ক্ষেত্রে কোনও অবস্থাতেই চোখ ঘষবেন না। বরং ঠান্ডা জলে চোখ ধুয়ে নিন।
RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39