Wednesday, October 29, 2025
HomeScrollক্যাজুয়াল লুকে ছক্কা হাঁকাচ্ছেন ইশা, কেমন লুকে ধরা দিলেন অভিনেত্রী?
Isha Saha

ক্যাজুয়াল লুকে ছক্কা হাঁকাচ্ছেন ইশা, কেমন লুকে ধরা দিলেন অভিনেত্রী?

প্রতিটা লুকেই ইশাকে যেন সতেজ দেখায়

ওয়েব ডেস্ক: ইশার ফ্যাশান বরাবরই সাদা-সিধে। তবু যেন প্রতিটা লুকে ইশাকে সতেজ দেখায়। শুধু ক্যাজুয়াল নয়, অফিস লুককেও আকর্ষণীয় বানাতে পারদর্শী ইশা। এবার ইনস্টাগ্রামের পাতায় কেমন লুকে ধরা দিলেন অভিনেত্রী?

ক্যাজ়ুয়ালে লুকে কীভাবে নিজের স্টাইল ধরে রাখা যায় তার একপ্রকার উদাহরণ হিসেবে ধরা যায় অভিনেত্রী ইশা সাহাকে। ছক ভাঙতে ভালবাসেন ইশা। কখনও জিন্সের সঙ্গে শাড়ি পরেন, আবার কখনও জিনসের পরেন লং কোট। ইশার ফ্যাশান বরাবরই সাদা-সিধে। তবু যেন প্রতিটা লুকে ইশাকে সতেজ দেখায়। সাধারণ জিন্স আর টপ কীভাবে ক্যাজুয়াল লুক তৈরি করা যায়, তার টিপস নিতে পারেন ইশার থেকে।

আরও পড়ুন: “কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত”-এর মোশান পোস্টার প্রকাশ্যে

শুধু ক্যাজুয়াল নয়, অফিস লুককেও আকর্ষণীয় বানাতে পারদর্শী ইশা। অভিনেত্রীর নিজস্ব ইসন্টাগ্রাম পেজে চোখ রাখলেই দেখা মেলে সেই সমস্ত ছবি। তবে এবার তাঁকে দেখা গেল পরনে  অফ হোয়াইট শার্ট । সঙ্গে গয়না বলতে গলায় লকেট সহ সিম্পেল একটি চেইন। তার চোখের হালকা মেক আপ আর দৃষ্টিভঙ্গি কার্যত ছক্কা হাকাচ্ছেন। ইশার এমন লুক থেকে চোখ ফেরাতে পারছেন না তাঁর ভক্তরা। ইশার পোস্টের কমেন্ট সেকশন জুড়ে শুধুই লাভ, হার্টের ইমোজি।

Read More

Latest News