কলকাতা: হঠাৎ করেই ফেসবুক (Facebook) থেকে উধাও হয়ে গেলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী কবীর সুমন (Kabir Suman)! যাঁর পেজে নিয়মিত পোস্ট আসত, সেখানে এখন কিছুই নেই। তাঁর অনুরাগীরা সেই পেজ খুঁজে না পেয়ে বিভ্রান্ত হয়ে পড়েছেন। অথচ, নেটমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে একাধিক নকল প্রোফাইল, যা আরও বেশি বিভ্রান্তি তৈরি করছে। তাহলে কি পেজ (Page) হ্যাক হয়ে গিয়েছে? নাকি নিজেই ডিএক্টিভেট করলেন তিনি?
সোশাল মিডিয়ায় বরাবরই নিজের মত প্রকাশ করতেন কবীর সুমন (Kabir Suman)। কখনও রাজনীতি (Politics), কখনও সঙ্গীত (Music)-এর প্রসঙ্গ—সবেতেই খোলাখুলি নিজের বক্তব্য রাখতেন তিনি। তাঁর অনুরাগীরাও নিয়মিত তাঁর পোস্ট ও ভিডিয়োর অপেক্ষায় থাকতেন। কিন্তু কয়েকদিন ধরে তাঁর ফেসবুক পেজ আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবর্তে দেখা যাচ্ছে একাধিক প্রোফাইল, যার মধ্যে একটি বাংলাদেশ (Bangladesh)-এর অবস্থান দেখাচ্ছে, অন্যটিতে শুধুই ‘মিউজিশিয়ান লেখা। কিন্তু সেগুলো যে তাঁর আসল পেজ (Page) নয়, তা বোঝাই যাচ্ছে।
আরও পড়ুন: শিক্ষিত, রোজগারে সক্ষম স্ত্রী খোরপোশ চাইতে পারেন না: দিল্লি হাইকোর্ট
এ নিয়ে ধোঁয়াশা কাটাতে এক সংবাদমাধ্যম কবীর সুমন (Kabir Suman) -এর সঙ্গে যোগাযোগ করে। তিনি স্পষ্ট জানান, “আমার ফেসবুক পেজ আমি নিজেই ডিএক্টিভেট করেছি।” তবে কেন এই সিদ্ধান্ত নিলেন, সে ব্যাপারে কিছু বলতে চাননি শিল্পী। কিন্তু প্রশ্ন উঠছে, তাহলে যে দুটি পেজ এখনও সক্রিয়, যেখানে ১৫৭ হাজার ও ৯১ হাজার ফলোয়ার রয়েছে, সেগুলো কার? উত্তরে তিনি জানিয়েছেন, ওই পেজ গুলো নকল এবং তাঁর সঙ্গে কোনও সম্পর্ক নেই।
এই ঘটনার পরই অনেক অনুরাগী ভুল পেজকে লাইক, শেয়ার করছেন এবং সেটিকে আসল ভেবে বিভ্রান্ত হচ্ছেন। অনেকেই বুঝতে পারছেন না, কোনটা তাঁর আসল অ্যাকাউন্ট আর কোনটা নকল। ফলে তাঁরা গায়কের পোস্টের অপেক্ষায় থেকেও কোনো আসল তথ্য পাচ্ছেন না। তাই নকল পেজ সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন সোশাল মিডিয়ার বিশেষজ্ঞরাও।
এখন প্রশ্ন, কবে তিনি ফেসবুক -এ ফিরে আসবেন? এই মুহূর্তে তার কোনও স্পষ্ট উত্তর নেই। তবে যারা তাঁকে অনুসরণ করছেন, তাঁদের সতর্ক থাকা জরুরি। নকল পেজ এর জালে না জড়িয়ে শিল্পীর আসল ফেসবুক ফের চালু হওয়ার অপেক্ষা করাই ভালো!
দেখুন আরও খবর: