ওয়েব ডেস্ক : অপারেশন সিঁদুরে (Operation Sindoor) ভারতের জবাবে হাঁটু কেঁপেছিল পাকিস্তানের(Pakistan)। তা স্বীকার করে নিলেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের উপদেষ্টা রানা সানাউল্লাহ। মূলত ভারতের হাইপাসনিক ক্ষেপনাস্ত্র ব্রহ্মোসের(BrahMos) আতঙ্কে বুক কেঁপে উঠেছিল পাকিস্তান (Pakistan) সেনার। কিছু বুঝে ওঠার আগে একের পর এক ক্ষেপনাস্ত্র আছড়ে পড়েছিল। তা স্বীকার করে নিয়েছেন শেহবাজ শরিফের উপদেষ্টা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সানাউল্লাহকে বলতে শোনা গিয়েছে, অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের নুর খান বিমানঘাটি লক্ষ্য করে যখন ব্রহ্মোস ছুড়েছিল ভারত, সেটা ব্রহ্মোস (BrahMos) না পারমাণবিক ক্ষেপণাস্ত্র তা বুঝে উঠতে সময় লেগে গিয়েছিল পাকিস্তান সেনার। আর সেই পরিস্থিতিটা যে কতটা ভয়ানক ছিল সেটাও উল্লেখ করেছেন তিনি।
আরও খবর : বিজেপির সর্বভারতীয় সভাপতি এবার মহিলা! লড়াইয়ে কে কে?
তবে ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামানোর কৃতিত্ব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই (Donald Trump) দিয়েছেন রানা সানাউল্লাহ। তিনি বলেছেন, এই যুদ্ধ থামাতে ট্রাম্প গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছিলেন, নাহলে দুই দেশের মধ্যে পরমাণু যুদ্ধ শুরু হয়ে যেতে পারত। তবে এক্ষেত্রে বলে রাখা দরকার, ট্রাম্পের মধ্যস্থতায় যে এই সংঘর্ষ থেমেছে, তা প্রথম থেকেই অস্বীকার করে এসেছে ভারত (India)। পাকিস্তানের বিষয়ে ভারত যে কারোর মধ্যস্ততা মেনে নেয়নি বা মেনে নেবে না, তা সম্প্রতি ট্রাম্পের সঙ্গে ফোনে কথোপকথনের সময় জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।
তবে শুধু উপদেষ্টা রানা সানাউল্লাহ নয়, সম্প্রতি খোদ পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মেনে নিয়েছেন ভারতের (India) হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল পাক বায়ুসেনাঘাঁটি। তিনি এক অনুষ্ঠানে জানিয়েছিলেন, পাকিস্তান(Pakistan) আগেই ভারতে হামলা করার পরিকল্পনা করেছিল। কিন্তু তার আগেই একের পর এক হামলা চালিয়ে পাকিস্তানের সেই রণকৌশল ব্যর্থ করে দিয়েছিল ভারত। পাক প্রধানমন্ত্রীর পর এবার সেই কথা স্বীকার করেছেন উপদেষ্টা সানাউল্লাহও।
দেখুন অন্য খবর :