মুম্বইঃ সুখবর বি-টাউনে (Bollywood)। মা হতে চলেছেন রাধিকা আপ্তে (Radhika Apte)। বরাবরই চিরাচরিত ধরাবাঁধা গত ভাঙতে দেখা যায় অভিনেত্রীকে। এবার জীবনের নয়া অধ্যায়ের ক্ষেত্রেও সেই নজির দেখালেন রাধিকা। আচমকা ভক্তদের চমকে দিলেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হলেও ইতিপূর্বে ‘মা’ হওয়া প্রসঙ্গে মুখ খোলেননি অভিনেত্রী। ভক্তদের চমকে দিয়ে প্রকাশ্যে এলেন বেবি বাম্প নিয়ে। লন্ডন চলচ্চিত্র উৎসবে করণ কান্ধারি পরিচালিত, ‘সিস্টার মিডনাইট’ ছবির প্রদর্শনীতে অংশ নেন রাধিকা। সেখানে তাঁর লুক দেখে হতবাক ভক্তমহল।
আরও পড়ুনঃ ধনদেবীর আরাধনায় মিমি
এদিন অভিনেত্রীর পরনে ছিল, কালো রঙা লং বডি হাগিং স্কিনটাইট ড্রেস। অনুষ্ঠানে তাঁর মাতৃত্ব নজর কাড়ছিল সকলের। ছবির কলাকুশলীদের সঙ্গে একাধিক ছবিও তোলেন নায়িকা। যদিও মা হওয়া নিয়ে বিবৃতি দেননি নায়িকা।
২০১১ সালে ব্রিটিশ সঙ্গীতশিল্পী এবং সুরকার বেনেডিক্ট টেলরের সঙ্গে লন্ডনে সহবাস শুরু করেন রাধিকা। পরের বছর আইনি বিয়ে সারেন। বিয়ের ১২ বছর পর নয়া জীবনে পা রাখ্যতে চলেছেন অভিনেত্রী।
দেখুন আরও খবরঃ