Saturday, July 5, 2025
HomeScrollকালো শাড়িতে সোহিনী যেন ঘরের মেয়ে
Sohini Sarkar

কালো শাড়িতে সোহিনী যেন ঘরের মেয়ে

কালো শাড়িতে অপরূপ সাজে ধরা দিয়েছেন সোহিনী

Follow Us :

কলকাতা: কালো শাড়িতে অপরূপ সাজে ধরা দিয়েছেন সোহিনী সরকার (Sohini Sarkar)। তাঁকে এই শাড়িতে চমৎকার দেখতে লাগছিল! কালো শাড়ির সঙ্গে মানানসই মেকআপ। এই সাজে যেন ঘরের মেয়ে। দেখে নেব অভিনেত্রীর সাজের ঝলক

শাড়িতে সোহিনী সরকারকে সব সময়ই বেশ সুন্দর দেখতে লাগে। বঙ্গতনয়াদের যে শাড়ির প্রতি এক বিশেষ ভালোবাসা রয়েছে, সে কথা তো বলাই বাহুল্য! তাই তিনি যখন শাড়িতে প্রকাশ্যে এসেছিলেন, তাঁকে দেখে চোখ ফেরানোই ছিল দায়! এবার সোহিনী কালো শাড়িতে ধরা দিলেন। সিল্কের কালো শাড়ির পাড়ে সোনালি জরির ছোঁয়া এই শাড়িটিকে আরও অপূর্ব করে তুলেছিল। এই শাড়ির সঙ্গে লাল রঙের ব্লাউজ স্টাইল করেছিলেন অভিনেত্রী, আর এই দুইয়ে মেলবন্ধন যে সোহিনীর লুকে এক নাটকীয় ছোঁয়া দিয়েছিল। বং ডিভার মিষ্টি হাসি আর মায়াবী চোখের আলোয় মন হারিয়েছিলেন অনুরাগীরা।

আরও পড়ুন:‘ধূমকেতু’র প্রথম গানের টিজারে দেব-শুভশ্রীর রোম্যান্স!

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39