ওয়েব ডেক্স: ফেসবুক (Facbook) খুললেই শুধু ‘উই আম্মা’। লাল রঙের শাড়িতে এক রাশ লাস্য দিয়ে কোমর দুলিয়েছেন রাসা থারানি (Rasha Tharani)। রবিনা কন্যার নাচের ভিডিও রীতিমতো ভাইরাল নেটদুনিয়ায়। অনেকেই আশাবাদী এই স্টারকিডকে নিয়ে। তবে ফের শিরোনামে রাসা। এবার ‘উই আম্মা’ গানের জন্য নয়।
সদ্য একটি পোস্ট ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। একফ্রেমে তামান্না ও রাসা। দুই লাস্যময়ীকে একফ্রেমে দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। কমেন্ট বক্স ভরে উঠেছে ভালোবাসা ও আগুনের ইমোজিতে।
আরও পড়ুন: রাহুল মোদির সঙ্গে নাইট ড্রেসে ছবি পোস্ট করে কি বোঝাতে চাইলেন শ্রদ্ধা!
লাসার পরনে ছিল বেইজরঙা গাউন। তার উপর সিলভার জড়ির কাজ। তবে তামান্না ধরা দেন ক্যাজুয়াল লুকে। সাদা টিশার্টে ফুরফুরে তামান্না। টিম আপ করেছিলে নীল জিনসের সঙ্গে।
View this post on Instagram
দেখুন আরও খবর: