
নয়া দিল্লি: হাসপাতালে চিকিৎসাধীন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় (Vice President Admitted Hospital) ৷ রবিবার সকালে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (এইমস)-এর কার্ডিয়াক বিভাগে ভর্তি করা হয়েছে তাঁকে । আচমকাই বুকে ব্যথা শুরু হয় তাঁর। সেই সঙ্গে অসহ্য অস্বস্তি। এরপরই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সূত্রের খবর, উপরাষ্ট্রপতির শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।
আরও পড়ুন: হলিউড অভিনেতার মৃত্যুতে রবিনসন কাণ্ডের ছায়া?
(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।)
দেখুন আরও খবর: